Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3GEevTV
দেবের নামে চায়ের দোকান, প্রিয় অভিনেতাকে উপহার ফ্যানের https://ift.tt/3EonPck

এই সময় ডিজিটাল ডেস্ক: ফ্যান হো তো অ্যায়সা! আর সেই ফ্যান যদি হয় সুপারস্টার দেবের, তাহলে তো কিছু আলাদা হবেই। অভিনেতা দেবের (Actor ) নামে এবার আস্ত একটা চায়ের দোকান খুলে ফেললেন তাঁর ভক্ত। নাম, '' ()। চা মানেই বাঙালির আড্ডার সেরা ঠিকানা। আর আড্ডার সেরা উপদান অবশ্যই রাজনীতি ও সিনেমা। এই দুইয়ের মিশেল যখন রয়েছে, তখন অভিনেতা-সাংসদের নামে চায়ের দোকানের নামকরণ একেবারে যথাযথ, তা আর বলার অপেক্ষা রাখে না। কোথায় গেলে সন্ধান মিলবে ' অ্যান্ড টি'-এর? দেবের এই ভক্তটিই বা কে? ফেসবুকে ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়ে গিয়েছে 'দেব অ্যান্ড টি' দোকানটির ছবি। সোশ্যাল মিডিয়া (Social Media) মারফত জানা গিয়েছে, দোকানটি অর্ণব গুহ নামে জনৈক এক ব্যক্তির। যিনি দেবের বিশাল ভক্ত তা বলাই বাহুল্য। পেশায় ফটোগ্রাফার অর্ণব রুবীর নিকটে অভিশিক্তা মোড়ের কাছে খুলে ফেলেছেন এই চায়ের দোকানেটি। প্রিয় তারকা দেবের ছবিতে সাজানো তাঁর এই ছোট্ট চায়ের ঠেক ইতিমধ্যেই নজর কেড়েছে নেটপাড়ায়। অনেকে ইতিমধ্যেই আড্ডা দেওয়ার ডেটও ফিক্স করে ফেলেছেন। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য হাপিত্যেশ করে বসে থাকেন অনেক ভক্ত। কিন্তু, অর্ণবের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা। বানিয়ে নজির গড়েছে এই ফ্যান। নিজের আবেগটুকুকে পুঁজি করে খাস কলকাতার বুকে অর্ণবের এই ‘দেব অ্যান্ড টি’-তে মিলবে রকমারি চা। দোকানের বাইরের ব্যানারেই রয়েছে হরেক রকমের চায়ের মেনু। তালিকায় রয়েছে, তন্দুরি চা (২০ টাকা), কেশরী চা (২৫ টাকা), মালাই চা (২০ টাকা), ইলাইচি চা (১৫ টাকা) ইত্যাদি ইত্যাদি। সঙ্গে ব্যানার জুড়ে টলিউড স্টারের বড় বড় ছবি। অভিষিক্তার অদূরেই যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে (Jadavpur 8B Bus Stand) রয়েছে 'চা ও নচিকেতা' (Nachiketa)। যা এতদিন জনপ্রিয় সঙ্গীতশিল্পীর দোকান হিসেবে বিশেষ জনপ্রিয় ছিল। তবে এবার দেব ভক্তর এই চায়ের ঠেক, 'চা ও নচিকেতা'-কে যে টেক্কা দিতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। রকমারি চায়ের সম্ভার আর রাজনীতি-সিনেমার আড্ডার মিশেল, দুইয়ে মিলিয়ে 'দেব অ্যান্ড টি' ঘিরে আগ্রহ বাড়ছে শহরবাসীর মধ্যে। উল্লেখ্য, পুজোতেই মুক্তি পেয়েছে দেবের ছবি ‘ ’। প্রায় দু'কোটির ব্যবসা করেছে এই ছবি। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের নানা ঘটনা উঠে এসেছে ছবিতে। উনবিংশ শতকের শেষার্ধে দেশের মাটিতে ইংরেজদের খেলায় তাঁদের হারানোর শপথ নিয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। সেই চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন দেব। অতিমারির মধ্যেও এই ছবি দর্শকদের যে হলমুখী করেছে তাতে খুশি নির্মাতারা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3GEevTV
Previous article
Next article
Leave Comments
Post a Comment