বাড়িতে আছে এই একটাকার নোট? অচিরেই কপাল খুলে যেতে পারে আপনার… https://ift.tt/3pKI14i - MAS News bengali

বাড়িতে আছে এই একটাকার নোট? অচিরেই কপাল খুলে যেতে পারে আপনার… https://ift.tt/3pKI14i

এই সময় ডিজিটাল ডেস্ক: অতিমারির সময়। অনেকেই নানা আর্থিক সংকটে পড়েছেন। হাতে অতিরিক্ত অর্থ দরকার। চাকরি গয়েছে অনেকের। অনেকের আবার অর্ধেক মাইনে। এমতাবস্থায় অতিরিক্ত অর্থ হাতে পেতে কে না চায়। কিন্তু টাকা আসবে কোথা থেকে? উত্তর খুব সহজ, এই এক টাকার নোট থেকে। খুব সম্প্রতি এই নোট ও কয়েনগুলির দাম বেশ বেড়েছে। একটি নোট বিক্রি করেই কয়েক লাখ টাকা রোজগার করতে পারেন। ছোটবয়সে অনেকের শখ থাকে নোট সংগ্রহের অনেকেই নিজের পিগিব্যাঙ্কে স্রেফ কৌতুহলের বশেই পুরনো নোট জমিয়ে রাখে। নিজের পিগিব্যাঙ্ক এই সময় ব্যবহার করলে,আর দু একটা এমন নোট বের করতে পারলে হঠাৎ করেই বড়লোক হয়ে যেতে পারেন যে কোনও মুহুর্তেই। অবশ্য এই নোটগুলি কোনওভাবেই বর্তমানে আর ফ্যাশনেবল নয়। তবে উপকারী। গত কয়েকবছরে এই নোটগুলির দাম বিপুল বেড়ে গিয়েছে। অনেক নয়া সাইট এই ধরণের কেনাবেচার সঙ্গে জড়িত হয়েছে। তাই অয়াভের সুযোগ ভালোই৷ কী ভাবে বিক্রি করবেন এই নোট?
  • বর্তমানে Quikr বলে এই অ্যাপ্লিকেশনে আপনি নোট বিক্রি করতে পারবেন।
  • একেকটি রেয়ার নোটের জন্য প্রচুর টাকা দিতে রাজি ক্রেতারা।
  • তবে আপনাকে নোট বেচার জন্য প্রথমে নিজেকে বিক্রেতা হিসাবে রেজিস্টার করতে হবে।
  • এরপর নিজের ফোন নম্বর ও e-mail আইডি রেজিস্টার করুন।
  • যে ওয়েবসাইটে আপনি ইনফরমেশন দিয়েছেন তা ভেরিফাই হবে।
  • অতিরিক্ত উপার্জন কী ভাবে করবেন?
  • এটা সত্যি যে সরকার এই নোট ব্যবহার করে না। যদিও বেসরকারি মাধ্যমে আপনি এখান থেকে বিপুল টাকা তুলতে পারবেন।
এক টাকার নোটের বান্ডিল থেকে আপনি এক লাখ টাকা রোজগার করতে পারেন।
  • Quikr ছাড়াও কয়েনবাজার থেকে বিক্রি করা যায় এই নোট। প্রতি নোট পিছু পাওয়া যাবে 49,999 টাকা। ডিসকাউন্ট দিলে পাওয়া যাবে 44,999 টাকা।
  • ওয়েবসাইটের শপ সেকশনে গিয়ে প্রথমে নোটস এবং নোটসের বান্ডেল অপশনে ক্লিক করুন।
  • সেখান থেকে আপনি কিছু ইনফরমেশন পাবেন।
  • এই একটাকা নোটের কিছু বিশেষত্ব আছে। এই নোটে গভর্নর HM Patel এর সই এবং সিরিয়াল নম্বর 123456 থাকতে হবে। 1957 সালে লেখা এই সিরিয়াল নম্বর এবং সই।
আপনার কাছে এরকম কোনও নোট আছে? তাহলে আজই বিক্রি করতে পারবেন।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3vPYLYN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads