Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3bhm0Sg
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্দিকই ভারতের ষষ্ঠ বোলার! চলছে জোর জল্পনা https://ift.tt/3BguxiB

এই সময় ডিজিটাল ডেস্ক: গত কয়েকমাস পর অবশেষে বুধবার নেটে বল করতে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। আশা করা হচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে এই তারকা ক্রিকেটারকে বল করতে দেখা যাবে। আর তাহলে যে বিরাট কোহলির হাতে ষষ্ঠ বোলিং অপশন চলে আসবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারার পর, ভারতীয় ক্রিকেট দল আপাতত যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছে। আগামী ম্যাচে তাদের জয় একেবারে আবশ্যিক। নাহলে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে তারা আর উঠতে পারবে না। হার্দিক এতদিন ধরে বল না করার কারণে দলের ভারসাম্য কিছুটা হলেও নষ্ট হচ্ছিল। চলতি বছর জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজে শেষবার হার্দিক পান্ডিয়াকে বল করতে দেখা গিয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক ওভারও বল নিয়ে হাত ঘোরাননি হার্দিক। অন্যদিকে আবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময় কাঁধে চোট পেয়েছিলেন বরোদার এই ব্যাটসম্যান। এমনকী তিনি ফিল্ডিং পর্যন্ত করেননি। সোজা হাসপাতালে স্ক্যান করার জন্য দৌড়ে যান। বুধবার হার্দিক অনেকক্ষণ ধরেই ফিটনেস ট্রেনিং করেন। তারমধ্যে ছিল শর্ট স্প্রিন্টও। ফিজিও নীতিন প্যাটেল এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের কড়া তত্ত্বাবধানে অনুশীলন করেন হার্দিক। এরপর তিনি একটি নেটে প্রায় ২০ মিনিট ধরে ভুবনেশ্বর কুমার এবং শার্দূল ঠাকুরকে বল করতে থাকেন। হার্দিক এই উন্নতি চোখে পড়েছে দলের প্রধান কোচ রবি শাস্ত্রী এবং মেন্টর মহেন্দ্র সিং ধোনির। তাঁর খুব কাছ থেকে হার্দিককে লক্ষ্য করছিলেন। কিছুক্ষণ বল করার পর হার্দিক দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের থেকে থ্রো ডাউনের দায়িত্ব নিয়ে নেন। পাকিস্তানের বিরুদ্ধে হার্দিককে একজন নিখাদ ব্যাটসম্যান হিসেবেই দলে নেওয়া হয়েছিল। কিন্তু, ব্যাট হাতে তিনি জ্বলে উঠতে পারেননি। ৮ বলে মাত্র ১১ রান করেছিলেন হার্দিক। তবে টি-২০ বিশ্বকাপ দলে হার্দিকের অন্তর্ভুক্তি নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। একমাত্র কারণ তাঁর ফিটনেসের অভাব। এই একই কারণে অক্সর প্যাটেলের পরিবর্তে শার্দূল ঠাকুরকে ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন যে টুর্নামেন্টের কোনও একটা পর্যায়ে তিনি হার্দিকে হাতে কমপক্ষে ২ ওভারের জন্য বল তুলে দেবেন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3bhm0Sg
Previous article
Next article
Leave Comments
Post a Comment