Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3BmjCnu
অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, চিনকে কড়া বার্তা ভারতের https://ift.tt/3BrNsaA

এই সময় ডিজিটাল ডেস্ক: চিনকে কড়া বার্তা দিতে এবার নিখুঁতভাবে ছোঁড়া হল ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile)। বুধবার (Agni-5) ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। ওডিশা উপকূলে এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের প্রয়োগ করা হয়। এদন ঠিক সন্ধ্যা ৭.৫০ মিনিট নাগাদ এই মিসাইলটি ছোঁড়া হয়। অগ্নি-৫ ( Agni-5) ব্যালিস্টিক মিসাইলটি একটি সারফেস-টু-সার্ফেস (surface-to-surface) ক্ষেপণাস্ত্র (ballistic missile)। এটি সঠিকভাবে ৫০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ফলে এই শক্তিশালী ক্ষেপণস্ত্রের প্রয়োগ চিনের (China) বিরুদ্ধে ভারতের একটি শক্তিশালী বার্তা হিসাবেই দেখা হচ্ছে। অগ্নি-৫ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ntercontinental Ballistic Missile)। এটি ICBM-এর বিভাগে পড়ে। ক্ষেপণাস্ত্রটি একটি তিন-পর্যায়ের কঠিন জ্বালানী ইঞ্জিন ব্যবহার করে এবং খুব উচ্চ মাত্রার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। অগ্নি-৫-এর (Agni-5) সল পরীক্ষা ভারতের 'বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধের' নীতির সাথে সঙ্গতিপূর্ণ যা 'প্রথম ব্যবহার না করার' প্রতিশ্রুতির ভিত্তিতে তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলির সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে ভারত। তাঁর সেই বার্তাই যেন খানিকটা বাস্তবায়িত হল অগ্নি-৫-এর উৎক্ষেপণে। পাঁচহাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দিয়ে শত্রু ঘাঁটি উড়িয়ে দিতে সক্ষম এই অগ্নি-৫। সূত্রের খবর, Strategic forces Command (SFC)-র হাতে থাকবে এই মিসাইল। শত্রু আক্রমণ হলে ধ্বংসলীলা চালানোর মতো ক্ষমতা রাখে এই মিসাইল। প্রতিরক্ষামন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ত্রিস্তরীয় সলিড ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে। অগ্নি সিরিজের একাধিক মিসাইল ও যুদ্ধ বিমান মজুত আছে ভারতের কাছে। এমনকী, ভারত এমন অস্ত্র আনছে যেটা শব্দের চেয়েও ছয় গুণ গতি সম্পন্ন। ওডিশাতে এই হাইপারসোনিক টেকনোলজি ডেমোনস্ট্রেটর ভেহিকেলের সফল পরীক্ষাও হয়েছে। একমাত্র আমেরিকা, চিন ও রাশিয়ার কাছে এই ধরনের অস্ত্র রয়েছে। সম্প্রতি, জল্পনা শুরু হয়েছিল চিনের হাইপারসনিক মিসাইল পরীক্ষা নিয়ে। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছিল বেজিং। বেজিং গত অগাস্ট মাসে একটি পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র মহাকাশে উৎক্ষেপণ করে। গোটা বিশ্বের একপাক খেয়ে চিনের মিসাইলটি লক্ষ্যবস্তু ভেদ করতে ব্যর্থ হয়। পৃথিবীকে নিম্ন কক্ষপথে প্রদক্ষিণ করে মিসাইলটি লক্ষ্য থেকে ৩২ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এরই মধ্যেই হাইপারসনিক মিসাইলের প্রযুক্তির সফল পরীক্ষা করে ফেলেছে আমেরিকা। ভার্জিনিয়ার ওয়ালপসে নাসার (NASA) একটি কেন্দ্রে এই পরীক্ষাটি হয়। নৌবাহিনীর নকশা করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বলে জানায় মার্কিন নৌবাহিনী।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3BmjCnu
Previous article
Next article
Leave Comments
Post a Comment