Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3GsChSB
মুখে শশা নিয়ে ভেল্কি ঊর্বশীর! মজার ভিডিয়োতে বুঁদ নেটপাড়া https://ift.tt/2XReuu1

এই সময় ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী ঊর্বশী রাওতেলা() সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয়। মাঝে মধ্যেই নিজের জীবনের টুকরো ছবি-ভিডিয়ো শেয়ার করেন ভক্তদের জন্য। বুধবার তেমনই একটি ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। যেখানে ঊর্বশী (Urvashi Rautela) দু-হাত দিয়ে চেপে ধরে রয়েছেন শশা।এক এক করে দু-হাত সরিয়ে নিলেন ঊর্বশী। শশাটি পড়ে যাওয়ার কথা। তা সত্ত্বেও শূন্যে ভেসে বেড়াচ্ছে শশাটি। এখানেই ভিডিয়োর ক্লাইম্যাক্স। ক্যামেরা ৩৬০ ডিগ্রি ঘুরতেই দেখা গেল অভিনেত্রী শশাটি ধরে রয়েছেন একটি কাঁটা চামচের মাধ্যমে। ঊর্বশীর এমন মজার কাণ্ড মন কাড়ল নেটিজেনদের। সৌন্দর্য ও হটনেসের মিশেলে বরাবরই নজর কাড়েন এই অভিনেত্রী। তাঁর রূপে মুগ্ধ হননি এমন মানুষের সংখ্যা হাতেগোনা। মিস ডিভা ২০১৫ হওয়ার পর, মিস ইউনিভার্সেও প্রতিযোগী হয়েছিলেন ঊর্বশী(Urvashi Rautela)। এর পর বলিউডে পা রেখেছিলেন সানি দেওলের বিপরীতে সিং সাব দ্য গ্রেট-এ। তারপর করণ ওয়াহি ও ভিভান ভাটের সঙ্গে শেষ ঊর্বশীকে(Urvashi Rautela) দেখা গিয়েছিল 'হেট স্টোরি ৪'-এ। এছাড়াও ‘আশিক বনায়া আপনে’ গানে তাঁর নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। বরাবরই নাচের বিষয়েও প্যাশনেট ঊর্বশী। সম্প্রতি অভিনেত্রীর ‘Varsace Baby’ গানটি বেশ জনপ্রিয় হয়। ঊর্বশীকে রণদীপ হুডার বিপরীতে ‘ইন্সপেক্টর অবিনাশ’ নামক ওয়েব সিরিজে দেখা যাবে। ঊর্বশী রাওতেলা (Urvashi Rautela) বিভিন্ন সময় তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ও ভিডিয়ো দিয়ে ফ্যানেদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।কয়েক মাস আগে তাঁর বাথরুমে স্নানের ছবি বেশ ভাইরাল হয় নেটপাড়ায়। ছবিতে দেখা যাচ্ছিল শাওয়ারের তলায় দাঁড়িয়ে ঊর্বশী স্নান করেছেন। অভিনেত্রীর পরনে ছিল একটি বেবি পিংক লেসের বডিশ্যুট। সেই সময় নেটিজেনদের চোখ টেনেছিল ঊর্বশীর টোনড ফিগার। বরাবরই ঊর্বশী তাঁর ফিগারের জন্যে চর্চিত। সম্প্রতি ঊর্বশীর (Urvashi Rautela) আরেকটি কাণ্ডও নজর কাড়ে নেটিজেনদের। যেখানে একজন এলোপাথাড়ি ঘুষি মারছেন ঊর্বশীকে। বিনা প্রতিবাদে মুখ বুজে মার খাচ্ছেন অভিনেত্রী। আচমকা দেখলে যে কেউ ঘাবড়ে যাবেন। পরে অবশ্য নিজের ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি দিয়ে আসল কথাটি জানান অভিনেত্রী, তিনি সেই সময় লিখেছিলেন ‘বিনা কষ্টে জীবনে কিছু মেলে না’। নায়িকা আরও বলেন, ‘এটা আমার আগামী আ্যকশন ছবির প্রস্তুতি চলছে। তাই এখন ঘুষি খাওয়ার অভ্যাস করছি।’ আসলে ঊর্বশী তাঁর অ্যাকশন ছবির জন্যেই এমন প্রস্তুতি নিচ্ছিলেন। সম্প্রতি এই অভিনেত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেট টিমের ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায়।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3GsChSB
Previous article
Next article
Leave Comments
Post a Comment