Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mkynmR
ভিকি-ক্যাটরিনার বিয়ে ডিসেম্বরেই! https://ift.tt/3EhhEqw

Vicky Kaushal-Katrina Kaif Wedding: ১৮ অগস্ট গোপনে রোকা সেরিমনি হয়েছে এবং ক্যাটরিনা কইফের। এই খবর প্রথম ETimes-ই জানিয়েছিল। এবার জানা গিয়েছে সম্পর্ককে জীবনের পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত ভিকি ও ক্যাটরিনা। ২০২১ সালের ডিসেম্বর মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন Vicky Kaushal-Katrina Kaif। অভিনেতাদের ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গিয়েছে বিয়ের তোরজোড় শুরু করে দিয়েছেন দুই তারকা। আর বলিউডের ট্রেন্ড মেনেই ক্যাটরিনা এবং ভিকির বিয়ের পোশাক ডিজাইন করছেন স্বয়ং Sabyasachi। এই মুহূর্তে পোশাকের ফ্যাব্রিক নিয়ে আলোচনা চলছে জোর কদমে। লেহেঙ্গার জন্য সিল্ক ফ্যাব্রিকই নাকি পছন্দ কনের। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরেই চার হাত এক হবে। যেদিন থেকে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, মুখে কুলুপ এঁটেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। একসঙ্গে বেড়াতে গিয়েও সোশ্যাল মিডিয়ায় সব সময়ে সোলো ছবিই পোস্ট করেছেন। সামান্য গোয়েন্দাগিরি করলেই ফ্যানরা পাজলের সব মিসিং লিং সহজেই জোড়া লাগাতে পারবেন। মাঝে মধ্যেই Katrina Kaif-এর বাড়িতে Vicky Kaushal-কে যাওয়া আসা করতেও দেখা গিয়েছে। সদ্য মুক্তি পাওয়া ভিকি কৌশলের ছবি Sardar Udham-এর স্পেশাল স্ক্রিনিংয়ে সবার সামনে একে অপরে জড়িয়েও ধরেছেন দুই তারকা। অন্যদিকে Sardar Udham-এর স্পেশাল স্ক্রিনিংয়ে পর ইনস্টাগ্রামে নিজের মতামত শেয়ার করলেন নায়িকা। ছবির একটি পোস্টার শেয়ার করে এবং সুজিত সরকারকে ট্যাগ করে Katrina লেখেন, ‘সুজিত সরকার কী দারুণ ভিশন। অসাধারণ একটি ছবি... নিখাদ স্টোরিটেলিং। ভিকি কৌশল তো খাঁটি ট্যালেন্ট, র, ভীষণভাবে অনেস্ট। ওর অভিনয় হৃদয় ভাঙে।’ সম্প্রতি এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আপনাদের বন্ধুদের মাধ্যমে এই খবর প্রচার করা হয়েছিল। আমি খুব তাড়াতাড়ি বাগদান সারব, যখন সঠিক সময় হবে। সেটারও অবশ্য সময় আসতে দিতে হবে।’ শোনা যাচ্ছে, নিক-প্রিয়াঙ্কা যেই প্যালেসে বিয়ে করেছিলেন সেখানেই নাকি বসতে চলেছে ভিকি –ক্যাটরিনার বিয়ের আসর। বলিপাড়ার অন্দরে গুঞ্জন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নাকি চার হাত এক হবে। তবে সত্যি যদি চলতি বছরের গোড়ার দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকি-ক্যাটরিনা। তাহলে নিঃসন্দেহে একটি বিগ ফ্যাট ওয়েডিং দেখতে চলেছে বলিউড। ক্যাটরিনাকে শীঘ্রই দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’ ছবিতে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mkynmR
Previous article
Next article
Leave Comments
Post a Comment