এই তারিখেই নেটফ্লিক্সে মুক্তি পাবে সূর্যবংশী! https://ift.tt/2XOFI4t - MAS News bengali

এই তারিখেই নেটফ্লিক্সে মুক্তি পাবে সূর্যবংশী! https://ift.tt/2XOFI4t

OTT Release: আগমী ৫ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে গত এক বছরের সবচেয়ে বড় দিওয়ালি রিলিজ Akshay Kumar-Katrina Kaif অভিনীত Rohit Shetty পরিচালিত ছবি Sooryavanshi। এই ছবি ঘিরে যে এক্সসাইটিং খবর শোনা যাচ্ছে তাহল, সিনেমা হলের পাশাপাশি OTT প্ল্যাটফর্মেও মুক্তি পাবে Sooryavanshi। আপাতত কানাঘুষো যা শোনা যাচ্ছে, তাতে হলে মুক্তি পাওয়ার ঠিক এক মাস পর ৫ ডিসেম্বর OTT প্ল্যাটফর্ম Netflixএ মুক্তি পাবে অক্ষয়-ক্যাটরিনার ছবি। গত বছরের শুরু থেকেই সূর্যবংশী সিনেমাকে ঘিরে ফ্যানেদের উত্তেজনা ছিল তুঙ্গে। একইসঙ্গে খিলাড়ি এবং সিংঘমকে বড় পর্দায় দেখতে মুখিয়ে ছিল দর্শকরা। অজয়-অক্ষয় জুটি পর্দায় যে ঝড় তুলবে তা আর বলার অপেক্ষা রাখে না। সঙ্গে রয়েছে রণবীর সিংয়ের ( Ranveer Singh) ক্যামিও রোল। পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) রসায়ন মানেই পর্দায় ধুঁয়াধার অ্যাকশন। এ ছবিতেও বাদ যাবে না সেই অ্যাকশন। ফলে দিওয়ালিতে এই সিনেমা বক্স অফিস কাঁপাতে চলেছে বলেই মনে করা হচ্ছে। রোহিত শেট্টির সঙ্গে দারুণ বন্ধুত্ব রণবীর, অক্ষয় ও অজয়ের। সেই বন্ধুত্বের জোর থেকেই সিনেমার পর্দায় ধামাকা যোগ করলেন রোহিত। এই তিন নায়ককে নিয়ে রোহিত শেট্টি, নিজস্ব স্টাইলেই তৈরি করলেন এই অ্যাকশন প্যাকড ছবি Sooryavanshi। এর আগে রোহিতের ‘সিংঘম’ ও ‘সিম্বা’ ছবিতে দেখা যায় রণবীর সিং ও অজয় দেবগণকে। এই দুটি ছবিতেই পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল এই দুই নায়ককে। এবার তিন কা তাড়কা দেবেন পরিচালক রোহিত শেট্টি তাঁর এই ছবিতে। করোনার কারণে দুবার পিছিয়েছে এই ছবির মুক্তি তারিখ। তবে কয়েকদিন আগে মহরাষ্ট্র সিনেমা হলগুলি খোলার পরই পরিচালক রোহিত শেট্টি দিওয়ালিতে Sooryavanshi রিলিজের হিন্ট আগেই দিয়েছিলেন। হিন্দি চলচ্চিত্র জগত প্যানডেমিকের সময় থেকে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বক্স অফিসে খরা কাটাতে তাই সূর্যবংশীর প্রযোজকদের প্ল্যান সারা দেশে ২৬০০ থেকে ২৮০০টি স্ক্রিনে ছবি রিলিজ করার। বিহারের এক লিডিং এক্সজিবিটর Roshan Singh-এর মতে, ‘সূর্যবংশী এভাবে রিলিজ না হলে আর কোন ছবি হবে? এই ছবি যদি দর্শককে সিনেমা হলে ফিরিয়ে আনতে না পারে, তাহলে আর কোনও ছবি পারবে না। জেমস বন্ডও ফেল করে গেছে। একমাত্র হিন্দি সিনেমাকে বাঁচাতে পারেন।’


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3vOxfuz
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads