Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3vNTK2N
'করোনা পরিস্থিতি ভয়ানক হতে পারে', বুর্জ খলিফা নিয়ে সুজিতকে নিশানা দিলীপের! https://ift.tt/3BkcpVh

এই সময় ডিজিটাল ডেস্ক: বুর্জ খলিফা নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজো নিয়ে পরোক্ষে সুজিত বসুকে কটাক্ষ করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিনহাটায় নির্বাচনী প্রচারে গিয়েছেন এবং রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার কোচবিহারের সাগরদিঘী পাড় এলাকায় প্রাতঃভ্রমণে বার হয়েছিলেন দিলীপ ঘোষ। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এদিন বলেন, 'একজন নেতার পুজোতে নাকি লাখ লাখ লোকের ভিড় হয়েছে। স্বাভাবিক সংক্রমণ বেড়েছে। রাজ্য সরকারের তরফে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত যাতে আর করোনা না বাড়ে। যদি তা না হয় তাহলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে।' এদিন সরাসরি বা বুর্জ খলিফার নাম নেননি তিনি। তবে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তাঁর নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রীই। উল্লেখ্য, বুর্জ খলিফা নিয়ে বিতর্কের শেষ নেই। এরআগে রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারও লেজার আলো বিতর্কে বলেছিলেন, 'আনন্দের কারণ যাতে অন্যের কাছে সংকটের হয়ে না দাঁড়ায় সেই দিকে নজর রাখতে হবে।' শুধু তাই নয় শ্রীরামপুরের গান্ধী ময়দানে বুর্জ খলিফা বিতর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সুজিত ভালো ছেলে। তবে ওঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল। বিমানবন্দরে নির্দিষ্ট স্থানের মধ্যে আলোর জন্য আলাদাভাবে অনুমতি নিতে হয়। সরকার খোলামেলা প্যান্ডেল করার কথা বলেছে। ভিড় এড়িয়ে যাতে পুজো করা হয় সেই কথাও বলেছে। তারপরেও কেন এত ভিড় ডেকে আনা হল? করোনাবিধি মেনে সমস্তকিছু আয়োজন করা উচিত ছিল। ভিড়ের ফলে সরকারের উদ্দেশ্য ব্যহত হয়েছে।'মোটের উপর বুর্জ খলিফা নিয়ে বিতর্ক যেন থেমেও থামছে না। এদিকে, পাহাড়ে GTA নির্বাচন করানোর ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোকে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, 'GTA বিষয়টাই পুরো ভিত্তিহীন হয়ে গিয়েছে। পাহাড়ের মানুষের আশা আকাঙ্খার আশপাশ দিয়েও যায়নি। এতদিন কিছু নেতা নেত্রীর সঙ্গে ছিলেন না তাই GTA করাননি। GTA-টা লুটপাট করার জায়গা।' টিকাকরণ নিয়েও রাজ্যকে তোপ দাগেন দিলীপ ঘোষ তিনি বলেন, 'রাজ্য বলছে ৭ কোটি টিকা দেওয়া হয়েছে। তাহলে সেই হিসেব দিন অ্যাপে । কারা পাচ্ছেন টিকা?' অন্যদিকে, স্বাস্থ্য সাথী নিয়েও রাজ্যকে তোপ দাগের এই BJP নেতা। বেসরকারি হাসপাতালগুলি চিকিৎসা করেও টাকা পাচ্ছেন না বলে দাবি দিলীপের। এই প্রসঙ্গে তিনি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালের প্রসঙ্গও টানে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3vNTK2N
Previous article
Next article
Leave Comments
Post a Comment