উদ্বেগ বাড়িয়ে ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, বাড়ল মৃত্যুও https://ift.tt/3BjN7q0 - MAS News bengali

উদ্বেগ বাড়িয়ে ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, বাড়ল মৃত্যুও https://ift.tt/3BjN7q0

এই সময় ডিজিটাল ডেস্ক: উৎসবের সময় যাতে কোনওভাবেই করোনা সংক্রমণ না বাড়ে সেজন্য সাধারণ মানুষকে কোভিডবিধি মেনে চলার জন্য সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু, উদ্বেগ বাড়িয়ে ফের একবার ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণ বেড়েছে ৮.২ শতাংশ। এই সময়ে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৫১ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ২১ জন। সংশ্লিষ্ট সময়ে করোনা প্রাণ কেড়েছে ৫৮৫ জনের। অর্থাৎ একলাফে বেড়েছে কোভিড মৃত্যুও। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৬১। গত কয়েকদিন ধরেই দেশের কোভিড গ্রাফ ছিল নিম্নমুখী। তাই উল্লেখযোগ্যভাবে কমেছে সক্রিয় কোভিড রোগীর সংখ্যাও। কিন্তু, ফের একবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে। দেশে মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৬৫৩ জন। তাঁদের মধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে হয়ে উঠেছেন ৩ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ৩৩৯ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৬৫৩ জনের। করোনা রুখতে অন্যতম হাতিয়ার টিকাকরণ। ইতিমধ্যেই ১০০ কোটি দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করেছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৫৫ লাখ ৮৯ হাজার ১২৪ জন দেশবাসী। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ১০৩ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৫৭৭ জন।উল্লেখ্য, উৎসবের দিনগুলিতে লাগামছাড়া ভিড় চিন্তার ভাঁজ ফেলেছিল বিশেষজ্ঞদের একাংশের কপালে। রাজ্যেও একাধিক জেলায় বাড়ছে কোভিড সংক্রমণ। আগামী ২৮, ২৯ এবং ৩০ অক্টোবর সোনারপুর এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ চেন ভাঙতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। তবে অত্যাবশকীয় পন্যের দোকান খোলার ক্ষেত্রে রয়েছে ছাড়। মঙ্গলবার জেলাশাসকের নির্দেশে হরিনাভীতে রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র, ACMOH ইন্দ্রনীল মিত্র,মহকুমা শাসক সুমন পোদ্দার। এদিনই সোনারপুরে বিধিনিষেধ জারি করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণ ঠেকাতে হাওড়া পুর এলাকায় ফের চালু হল মাইক্রো কনটেইনমেন্ট জোন। নয়টি ওয়ার্ডের ১৪টি জায়গাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3vPyIB9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads