কমরেডের কলমে সঙ্গী হারানোর বেদনা, স্ত্রীর মৃত্যুতে মর্মস্পর্শী পোস্ট অশোকের https://ift.tt/315347k - MAS News bengali

কমরেডের কলমে সঙ্গী হারানোর বেদনা, স্ত্রীর মৃত্যুতে মর্মস্পর্শী পোস্ট অশোকের https://ift.tt/315347k

এই সময় ডিজিটাল ডেস্ক: ৪১ বছর একসঙ্গে পথ চলা। কিন্তু, বুধবার সকালে সেই ভরসা, ভালোবাসার হাত চিরতরে হারিয়ে ফেললেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। এদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর স্ত্রী। এরপরেই ফেসবুকে একটি মর্মস্পর্শী পোস্ট করেন বর্ষীয়ান এই বাম নেতা। এই পোস্টে তিনি লিখেছেন, 'কিছুক্ষণ আগে চলে গেল আমার ৪১ বছরের জীবনের সঙ্গী, আমার লড়াই সংগ্রামের সাথী, আমার অনুপ্রেরণা, আমার সাহস, আমার কাজ, আমার মানুষের পাশে থাকা আমার স্ত্রী রত্না ভট্টাচার্য। ও শুধু আমাদের পার্টির একজন সদস্য ছিল না, ছিল একজন লড়াকু , আমার সহধর্মিনী বলে বলছি না ও ছিল একজন প্রকৃত ভালো মেয়ে, একজন উদার, নমনীয়, সবাইকে ভালোবাসতে পারত। মন্ত্রী বা মেয়রের স্ত্রী হিসেবে ওর নিজের মধ্যে কোনও দিন কোনো রকম ঔদ্ধত্য ছিল না সেভাবে কোন পরিচয় দিত না। বহু মানুষ, বহু রাজনীতিবিদ, বহু খেলোয়াড়ের সঙ্গে ওর ছিল এক মধুর সম্পর্ক। অনেক খেলোয়াড়রা তাকে নিজের কাকিমা বলে মনে করত। ওর দেহ কলকাতার অ্যাপোলো হাসপাতালে শায়িত রয়েছে, পরবর্তী সিদ্ধান্ত আমার পরিবার ও পার্টির পক্ষ থেকে নেওয়া হলে জানিয়ে দেব।' উল্লেখ্য গত বৃহস্পতিবারই রত্নাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ElbK7P
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads