Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2ZtBGPm
আজ গোয়া সফর শুরু মমতার https://ift.tt/3CBw9oV

এই সময়: মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের কর্মসূচি আজ, বৃহস্পতিবার ঘোষণা করবে তৃণমূল। পানাজিতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন এ কথা জানিয়েছেন। আজ সন্ধ্যায় গোয়াতে পৌঁছনোর কথা মমতার। কিন্তু গোয়াতে তৃণমূলনেত্রীর ঠিক কী কর্মসূচি রয়েছে, তা দলের তরফে বুধবার পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। মমতার গোয়া সফরের আগেই রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলনেত্রীর ছবিতে কালি দেওয়া এবং ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিন ফের তা নিয়ে সরব হয়ে ডেরেক বলেন, 'বিজেপি ভয় পাচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাঁর ছবিকে বিকৃত করা হয়েছে।' তৃণমূলের অন্দরে খবর, মমতার উপস্থিতিতে গোয়াতে বড় যোগদান কর্মসূচি হতে পারে। তৃণমূলনেত্রীর সঙ্গে গোয়ার একাধিক বিজেপি-বিরোধী দলের নেতৃত্ব বৈঠক করতে পারেন। মমতার গোয়া সফরের পাশাপাশি আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ত্রিপুরার নেতৃত্ব। এই প্রস্তুতির মাঝেই প্রাক্তন বিজেপি নেতা পরীক্ষিৎ দেববর্মা এদিন সুস্মিতা দেব, কুণাল ঘোষ, সুবল ভৌমিকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি ছেড়ে দিয়ে এই জনজাতি নেতা আদি-বিজেপি নামে একটি সংগঠন গড়েছিলেন। সেই সংগঠনও এদিন তৃণমূলে মিশে গিয়েছে। বামফ্রন্ট এদিন আগরতলা পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। বিজেপির প্রার্থীতালিকাও চূড়ান্ত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে এদিন ত্রিপুরার তৃণমূলের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। ত্রিপুরার পুরভোটে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, 'পুরভোট নিয়ে এদিন স্টিয়ারিং কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। কৌশলগত কারণে এখনই আমরা বিশদে কিছু বলছি না।' তবে তৃণমূল কবে প্রার্থীতালিকা ঘোষণা করবে, তা এদিন কুণালরা স্পষ্ট করেননি। যদিও তৃণমূল আগেই জানিয়েছে, পুরসভার সমস্ত ওয়ার্ডেই জোড়াফুল প্রার্থী থাকবে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2ZtBGPm
Previous article
Next article
Leave Comments
Post a Comment