উপনির্বাচনের ঠিক আগেই BSF রাজ্য BJP বৈঠক, অভিসন্ধির অভিযোগ https://ift.tt/3ml10jw - MAS News bengali

উপনির্বাচনের ঠিক আগেই BSF রাজ্য BJP বৈঠক, অভিসন্ধির অভিযোগ https://ift.tt/3ml10jw

এই সময় ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনের প্রাক্কালে কোচবিহারে গিয়ে BSF কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য BJP-র প্রাক্তন ও বর্তমান সভাপতি। শুধু তাই নয়, বৈঠক শেষে BSF-কে বাড়তি ক্ষমতা দেওয়া প্রসঙ্গে নাম না করে রাজ্যের শাসকদলকেও একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, উপনির্বাচনের প্রাক্কালে এভাবে রাজনৈতিক দলের তরফে BSF-এর সঙ্গে বৈঠক করা নীতি-বিরুদ্ধ ও নির্বাচনকে প্রভাবিত করার চক্রান্ত অভিযোগ জেলা তৃণমূলের। জানা গিয়েছে, দিনহাটা উপনির্বাচনের প্রচারেই মঙ্গলবার কোচবিহারে এসেছেন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। প্রচারের ফাঁকেই এদিন সকালে তাঁরা কোচবিহারের কাকড়িবাড়ি এলাকায় BSF-এর কোচবিহার সেক্টরের হেড কোয়ার্টার ক্যাম্পে যান। সঙ্গে ছিলেন জেলা সভানেত্রী ও বিধায়ক মালতী রাভা। সেখানে প্রায় একঘন্টা ধরে BSF-এর DIG সহ অন্যান্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। উপনির্বাচনের প্রাক্কালে এভাবে কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে রাজ্য BJP নেতৃত্বের এই বৈঠক কতটা সমীচীন তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।যদিও এটা নিছকই সৌজন্য সাক্ষাৎকার বলে দাবি জানিয়েছেন রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘BSF আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। এই এলাকায় তাদের কী সমস্যা আছে, চোরাচালান কতটা বেড়েছে, কতটা কমেছে- তা নিয়েই কথা হয়েছে।’ এরপর BSF-কে বাড়তি ক্ষমতা দেওয়ায় বিরোধী দলগুলির বিরোধিতা প্রসঙ্গে রাজ্য BJP সভাপতি বলেন, ‘BSF-কে বাড়তি ক্ষমতা দেওয়া নিয়ে অকারণ রাজনীতি করছে কিছু লোক। এখানে রাজনীতির দরকার নেই। এটা প্রশাসনিক সিদ্ধান্ত। আসলে চোরাচালানে যে রাজনৈতিক দলের নেতারা জড়িত আছে, তারাই ভয় পাচ্ছে।’ বর্তমানের সুরেই প্রাক্তনের তোপ, ‘চোরের মনেই ভয় থাকে।’ একইসঙ্গে চোরাচালানের নিয়ে রাজ্য পুলিশের উপর তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় পুলিশ BSF-কে সহযোগিতা করছে না। গরু পাচারের সময় BSF তা আটকে গরু পুলিশের হাতে তুলে দিলেও তা ফের চোরাচালানকারীদের হাতে চলে যাচ্ছে৷ এবার BSF-এর ক্ষমতা ৫০ কিলোমিটার বাড়ায় যারা ওপাড় থেকে এপাড়ে আসছে তাদের ধরতে পারবে।’ BJP নেতৃত্ব BSF আধিকারিকদের সঙ্গে বৈঠকে সাধারণ বিষয় দাবি জানিয়ে চোরাচালান ইস্যুকে তুলে ধরলেও এর পিছনে অভিসন্ধি দেখছেন জেলা তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। তাঁর কথায়, ‘দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারদের নির্বাচনী প্রচারে এসে BSF-এর সঙ্গে বৈঠক করা যথেষ্ট উদ্বেগজনক ও অভিসন্ধিমূলক। নির্বাচনের প্রাক্কালে BSF-এর সঙ্গে দেখা করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে BJP।’ এপ্রসঙ্গে শীতলকুচিতে BSF-এর গুলিতে সাধারণ মানুষের মৃত্যুর উদাহরণও তুলে ধরেন তিনি। এব্যাপারে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3nygoc0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads