Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mlE2ZV
রাজকীয় রাজস্থানের এই প্রাসাদেই বিয়ে ক্যাটরিনা-ভিকির https://ift.tt/3vPV59w

Venue: বুধবারই আমরা জানিয়েছিলাম অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন (Vicky Kaushal) এবং (Katrina Kaif)। Etimes এই খবর প্রকাশ করার পর থেকে চারদিকে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ভিকি-ক্যাটের বিয়ের ভেনিউ নিয়েও চলেছে নানা গেস ওয়র্ক। কিন্তপ আমরা গেসওয়র্ক করি না। রীতিমতো পাকা খবর নিয়ে সকাল সকাল হাজির হয়েছি। না, কোনও এগজটিক বিদেশি লোকেশন নয়। দেশের মাটিতেই জীবনের পরবর্তী ধাপে পা বাড়াবেন দুই তারকা। এবং গাঁটছড়া বাঁধতে চলেছেন Six Senses Fort Barwara-তে। রাজস্থানের Ranthambore National Park থেকে মাত্র ৩০ মিনিটেক দূরত্বে Sawai Madhopur অবস্থিত এই বিলাসবহুল রিসর্ট। আর নভেম্বরের শেষ সপ্তাহ নয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই শুভকাজ সম্পন্ন হবে। Six Senses Fort Barwara-র ইতিহাস ১৪ শতকে তৈরি এই ঐতিহাসিক রাজকীয় কেল্লাকে রেস্টোর করে রূপ দেওয়া হয়েছে Six Senses Fort Barwara স্যাংচুয়ারি এবং ওয়েলনেস স্পা-এ। রাজস্থানের রাজ পরিবারের সম্পত্তি এই কেল্লার চারদেওয়ালের মধ্যে রয়েছে একটি প্রাসাদ এবং দুটি মন্দির। এই ফোর্টের ডিজাইনের রন্দ্রে রন্দ্রে ফুটে ওঠে ৭০০ বছর আগের যুগের অ্যাম্বিয়েন্স। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে ঠিক কেমন হতে চলেছে বিয়ের অনুষ্ঠান? চার্চে বিয়ে সেরে কি এখানে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করছেন ভিকি-ক্যাটরিনা? বেশ, সেই খবর সম্পর্কে নিশ্চিত হতে আপনাদের আরও খানিকটা অপেক্ষা করতে হবে। ও হ্যাঁ, মনে আছে তো? বলিউডের অন্যান্য পাওয়ার কাপলদের ট্রেন্ড ফলো করে Vicky Kaushal এবং Katrina Kaif তাঁদের ওয়েডিং ওয়ার্ড্রোবের দায়িত্বও দিয়েছেন আমাদের ঘরের ছেলে আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার Sabyasachi-কে? মনে আছে? উত্তম খবর। যেদিন থেকে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, মুখে কুলুপ এঁটেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। একসঙ্গে বেড়াতে গিয়েও সোশ্যাল মিডিয়ায় সব সময়ে সোলো ছবিই পোস্ট করেছেন। সামান্য গোয়েন্দাগিরি করলেই ফ্যানরা পাজলের সব মিসিং লিং সহজেই জোড়া লাগাতে পারবেন। মাঝে মধ্যেই Katrina Kaif-এর বাড়িতে Vicky Kaushal-কে যাওয়া আসা করতেও দেখা গিয়েছে। সদ্য মুক্তি পাওয়া ভিকি কৌশলের ছবি Sardar Udham-এর স্পেশাল স্ক্রিনিংয়ে সবার সামনে একে অপরে জড়িয়েও ধরেছেন দুই তারকা। অন্যদিকে Sardar Udham-এর স্পেশাল স্ক্রিনিংয়ে পর ইনস্টাগ্রামে নিজের মতামত শেয়ার করলেন নায়িকা। ছবির একটি পোস্টার শেয়ার করে ভিকি কৌশল এবং সুজিত সরকারকে ট্যাগ করে Katrina লেখেন, ‘সুজিত সরকার কী দারুণ ভিশন। অসাধারণ একটি ছবি... নিখাদ স্টোরিটেলিং। ভিকি কৌশল তো খাঁটি ট্যালেন্ট, র, ভীষণভাবে অনেস্ট। ওর অভিনয় হৃদয় ভাঙে।’ সম্প্রতি এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে Vicky Kaushal বলেন, ‘আপনাদের বন্ধুদের মাধ্যমে এই খবর প্রচার করা হয়েছিল। আমি খুব তাড়াতাড়ি বাগদান সারব, যখন সঠিক সময় হবে। সেটারও অবশ্য সময় আসতে দিতে হবে।’
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mlE2ZV
Previous article
Next article
Leave Comments
Post a Comment