Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mOSTuN
দুঃসংবাদ! জনপ্লাবনের চাপে বন্ধ শ্রীভূমির 'বুর্জ খলিফা' মণ্ডপ https://ift.tt/3AD3xK4

এই সময় ডিজিটাল ডেস্ক: যারা এখনও কলকাতার বুর্জ খলিফা পুজো মণ্ডপ () দেখে উঠতে পারেননি তাদের জন্য দুঃসংবাদ। অতিরিক্ত ভিড়ের চাপে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হল শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো (Sreebhumi Sporting) মণ্ডপ। প্রথম থেকেই মন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) এই পুজোকে ঘিরে এক আলাদাই উন্মাদনা তৈরি হয়েছিল উৎসবপ্রিয় মানুষের মধ্যে। দিন দিন বেড়ে চলা জনপ্লাবনের করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা আরও বাড়িয়ে তুলছিল। বাড়তি ঝুঁকি না নিয়ে অবশেষে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হল এই মণ্ডপে। অষ্টমী শেষে মধ্যরাতে একটি সাংবাদিক বৈঠক করে নিজেই এ কথা ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সুজিত বসু। এবারের পুজোয় প্রথম থেকেই শিরোনামে একটাই নাম। কলকাতার বুর্জ খলিফা। প্রথমে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় আঙুল উঠেছিল মণ্ডপের গায়ে লাগানো লেজার লাইটের উপর। চিঠিও পৌঁছেছিল এই নিয়ে। যদিও উদ্যোক্তারা তা অস্বীকার করেন। তবে সপ্তমীর সন্ধ্যায় রাতারাতি বন্ধ করে দেওয়া হয় বুর্জ খলিফার লেজার আলোর প্রদর্শনী। অষ্টমীর বিকেল থেকে ভিড় যেন সব রেকর্ড ছাপিয়ে যায়। কার্যত স্তব্ধ হয়ে পড়ে লেকটাউন-উল্টোডাঙা চত্বরের যান চলাচল। আর এবার মণ্ডপের দরজাই বন্ধ করে দেওয়া হল দর্শনার্থীদের জন্য। দর্শনার্থীদের জন্য প্যান্ডেল বন্ধ হলেও শ্রীভূমিতে পুজোর বাকি কাজ চলবে নিয়মমাফিকই। এবারে বুর্জ খলিফার আদলে প্যান্ডল ও আলোকসজ্জা তৈরি করে কার্যত চমক দিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং। মহালয়া থেকেই সকলের একটাই ডেস্টিনেশন হয়ে উঠেছিল শহরে। কোভিডকালে এভাবে প্যান্ডেল উপচে পড়া জনজোয়ার দেখে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরাও। ক্রমশ তৈরি হচ্ছিল আশঙ্কার মেঘ। জানা গিয়েছে, বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করায় শেষ পর্যন্ত মহাষ্টমীর সন্ধেতেই নবান্নের পক্ষ থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষের কাছে বার্তা যায়। যার পরই শ্রীভূমি পরিদর্শনে যান পুলিশের পদস্থ কর্তারা। প্যান্ডেলের কাছে থিকথিকে ভিড় দেখে বাধ্য হয়ে রাতের পর দর্শকদের জন্য মণ্ডপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুরু করা হয় পুলিশি টহলদারি। মধ্যরাতেই সাংবাদিক সম্মেলন করে মহানবমী থেকে দর্শনার্থীদের জন্য শ্রীভূমি স্পোর্টিং বন্ধ থাকার ঘোষণা করা হয়। কাচ এবং অ্যালুমিনিয়ামের প্লেট দিয়ে তৈরি হয়েছিল সুবিশাল এই বুর্জ খলিফার মণ্ডপ।তবে শুধু অভিনব মণ্ডপ বা আলোকসজ্জাতেই নয়, মাতৃপ্রতিমাতেও নজর কেড়েছিল শ্রীভূমি স্পোর্টিং। ৪৫ কেজি সোনার গয়নায় সাজানো হয় প্রতিমাকে ৷ যার বর্তমান বাজারদর প্রায় ২০ কোটি টাকা। কর্মকর্তারা অবশ্য জানিয়েছিলেন, গয়নার জন্য কোনও খরচই হয়নি ৷ গয়না দিয়েছে নামী একটি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা। পুজোর পর সবই ফেরত নিয়ে যাবে তারা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mOSTuN
Previous article
Next article
Leave Comments
Post a Comment