Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3azCSmy
প্রেমের বিয়ে না দেখাশোনা করে? মূলাঙ্ক বিচার করে জেনে নিন https://ift.tt/30eiK7F

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: বিয়ে নিয়ে ছেলে, মেয়ে সকলের মনেই উত্তেজনা থাকে। কেউ কেউ প্রেম বিবাহ করতে চান আবার কেউ কেউ বাড়ির মতে সম্বন্ধ দেখে বিয়ে করতেই পছন্দ করেন। সংখ্যা জ্যোতিষের গণনা অনুযায়ী জানা যেতে পারে যে, জাতকের প্রেম বিবাহ হবে না সম্বন্ধ করে বিবাহ হবে। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী জন্ম তারিখ যোগ করে মূলাঙ্ক পাওয়া যায়। যেমন- কারও জন্ম তারিখ ২৯ হলে তাঁর মূলাঙ্ক হবে ২+৯=১১, ১+১=২। অতএব নিজের মূলাঙ্ক অনুযায়ী জেনে নিন আপনার প্রেম বিবাহ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ-- মূলাঙ্ক ১- এই মূলাঙ্ক সূর্যের প্রতীক। এই মূলাঙ্কের জাতকরা লাজুক স্বভাবের হন। নিজের ভালোবাসা প্রথমে ব্যক্ত করতে পারেন না এঁরা। তাই এঁদের প্রেম বিবাহ হওয়া যথেষ্ট সমস্যার। মূলাঙ্ক ২- এই মূলাঙ্কের জাতকরা অত্যন্ত চিন্তাভাবনা করে ভালোবাসা করে থাকেন। ভালোবাসায় বিশ্বাস করতেও সময় নেন এঁরা। তবে প্রেম বিবাহ করার চেষ্টা করেন এই জাতকরা। উল্লেখ্য, মূলাঙ্ক ২ চন্দ্রের প্রতীক। মূলাঙ্ক ৩- এই মূলাঙ্ক বৃহস্পতির প্রতীক। প্রেম বিবাহে সাফল্য লাভ করেন এই রাশির জাতকরা। মূলাঙ্ক ৪- এই মূলাঙ্ক রাহুর প্রতীক। এই মূলাঙ্কের জাতকরা একাধিক প্রেম সম্পর্কে জড়ান। তাই এঁরা ভালোবাসার প্রতি গভীর মনোভব পোষণ করেন না। বিয়ে করতে চাইলেও কিছু সময় অতিবাহিত হওয়ার পর এঁরা অন্যদের সঙ্গে ফ্লার্ট করা শুরু করে দেন। মূলাঙ্ক ৫- এটি বুধের মূলাঙ্ক। এমন জাতকরা প্রথাগত সম্পর্ক পালন করতে বিশ্বাসী। এঁরা পরিবারের সম্মতিতে বিয়ে করেন। আবার প্রেম বিবাহ করলেও পরিবারকে রাজি করিয়েই বিয়ে করেন। মূলাঙ্ক ৬- এই মূলাঙ্কের জাতকরা প্রেম বিবাহে সাফল্য লাভ করেন। তবে একাধিক প্রেম সম্পর্কে জড়ানোর কারণে এঁরা সঠিক ব্যক্তিকে হারিয়ে ফেলেন। এই মূলাঙ্ক শুক্রের প্রতীক। মূলাঙ্ক ৭- প্রেম বিবাহে ইচ্ছুক হলেও নিজের সংকোচী মনোভাবের কারণে তাতে কিছু করে উঠতে পারেন না। এই অঙ্ক কেতুর প্রতীক। তবে প্রেম বিবাহ হোক বা সম্বন্ধ দেখে— নিজের জীবনসঙ্গীকে মন থেকে ভালোবাসেন এই জাতকরা। মূলাঙ্ক ৮- এটি শনির প্রতীক। এই মূলাঙ্কের জাতকরা সহজে প্রেম সম্পর্কে জড়ান না। তবে একবার মনোস্থির করলে প্রেম বিবাহে সাফল্য অর্জন করে থাকেন। মূলাঙ্ক ৯- প্রেম সম্পর্কে বিবাদাস্পদ মনোভবের কারণে প্রেম বিবাহ থেকে দূরেই থাকেন। অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি ঝোঁক বেশি এই জাতকদের। এই মূলাঙ্ক মঙ্গলের প্রতীক।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3azCSmy
Previous article
Next article
Leave Comments
Post a Comment