ব্রিটেনের রানীকে 'গার্ড অফ অনার'! ইংরেজের গুলাম RSS! ভাইরাল ছবির সত্যিটা জেনে নিন https://ift.tt/3tXfKYh - MAS News bengali

ব্রিটেনের রানীকে 'গার্ড অফ অনার'! ইংরেজের গুলাম RSS! ভাইরাল ছবির সত্যিটা জেনে নিন https://ift.tt/3tXfKYh

এই সময় ডেস্ক: সাদা-কালো এক ছবি ঘিরে বেজায় শোরগোল নেটপাড়ায়। ভারত স্বাধীন তবু, ব্রিটেনের রানী কুইন এলিজাবেথের সামনে মাথা নুইয়ে রাষ্ট্রীয় সেবা সঙ্ঘ অর্থাৎ RSS সদস্যরা। ছবিতে দেওয়া বয়ান অনুযায়ী ভারতের স্বাধীনতার পরও ব্রিটেনের দাসত্ব করত RSS। ভারত সরকারের নয়, ব্রিটেনের রানীকেই মান্যতা দিতেন তারা। আবার অন্য একটি সূত্রের দাবি, ভারতের তরুণ বিপ্লবীরা যখন স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করছেন, তখন আরএসএস বাহিনী রানীকে 'Guard of Honour' দিচ্ছে। এই সমস্ত দাবিই উঠেছে একটি ছবিকে কেন্দ্র করে। জেনে নিন আসলে কী সত্যি লুকিয়ে রয়েছে ওই ছবিতে। দাবি ভাইরাল সাদা-কালো ছবি ঘিরে নতুন করে উত্তপ্ত ফেসবুক। Queen Elizabeth II-কে স্যালুটে অভিবাদন সঙ্ঘের। ashtriya Swayamasevak Sangh সদস্যদের ওই ছবি দিয়ে লেখা হয়েছে, 'ইংরেজদের গুলাম'... 'রানীকে সালামি দেতে হুয়ে RSS'। 'উপনিবেশিক শাসন শেষ হলেও ইংরেজদের দাস সঙ্ঘ, ছবিতেই প্রমাণ।' সত্য-তথ্য সমস্ত ছবি ও তথ্য হাতে পেয়ে সবার আগে খুঁটিয়ে দেখে এই সময় ডিজিটাল। ছবিটির fact-check করতেই বেরিয়ে আসে সত্য। প্রথমেই এর ঐতিহাসিক তথ্য যাচাই করতে গিয়ে আমরা দেখি, ভাইরাল ছবিটি নিয়ে এক পক্ষ দাবি করেছে ছবিটি স্বাধীনতার আগের। অপরপক্ষ বলছে ছবিটি ভারত স্বাধীন হওয়ার পাঁচ বছর পর ৬ ফেব্রুয়ারি ১৯৫২ সালে তোলা। কিন্তু ইতিহাসের নথি ঘেঁটে দেখা গিয়েছে ঔপনিবেশিক শাসন চলাকালীন ভারতে কোনওদিনও আসেননি রানী দ্বিতীয় এলিজাবেথ। বরং প্রথমবার ভারতের মাটিতে তিনি পা দেন স্বাধীনতার পরেই, কিন্তু ১৯৫২ নয় ১৯৬১ সালে। এতেই পরিষ্কার ছবিটি স্বাধীনতা পূর্ব সময়ের তা সম্পূর্ণ ভুয়ো। এবার আসা যাক সত্য তথ্যের দ্বিতীয় ভাগে। স্বাধীনতার পরে হলেও আরএসএস-এর সঙ্গে কখনই এক ফ্রেমে পাওয়া যায়নি রানীকে। বরং রির্ভাস সার্চ বলছে রানীর এই ছবিটি ১৯৫৬ সালে তাঁর নাইজেরিয়া সফরের সময় তোলা। সেদিন কাদুনা বিমানবন্দরে পৌঁছনোর পর নাইজেরিয়ান সেনা তাঁকে গার্ড অফ অনার দেয়। সেই ফ্রেমেই এই ভাইরাল ছবিতে নাইজেরিয়ান সেনার বদলে বসিয়ে দেওয়া হয়েছে সঙ্ঘ সদস্যদের ছবি। আরও চমকপ্রদ তথ্য, SM Hoax Slayer এবং আরও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী সঙ্ঘ সদস্যদের এই ছবিটি তোলা হয়েছে ২০১৬ সালে। যাকে রং বদল করে সাদা-কালো করে দেওয়া হয়েছে এবং রানীর সঙ্গে ছবিটি জুড়ে রাষ্ট্রীয় সেবা সঙ্ঘকে pro-British organization হিসেবে উপস্থাপন করা হয়েছে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3hQl0YD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads