Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ECgMOj
Retro Look এ লিমিটেড এডিশন e-Bike নিয়ে আসছে Harley Davidson! https://ift.tt/3zuNVHN
এই সময় ডিজিটাল ডেস্ক : বিক্রি শুরু হচ্ছে Harley-Davidson এর প্রথম ইলেকট্রিক বাইকের। গত বছর সামনে এসেছিল কোম্পানির ইলেকট্রিক বাইক ব্র্যান্ড Serial 1। এবার Serial 1 ব্র্যান্ডের অধীনেই বিক্রি শুরু হতে চলেছে S1 Mosh/Tribute ই-বাইকের। সীমিত সংখ্যায় এই ই-বাইক তৈরি করবে Harley-Davidson। গত বছর অক্টোবরে প্রথম এই ইলেকট্রিক বাইক প্রকাশ্যে এনেছিল এই মার্কিন কোম্পানিট। এক রিপোর্টে জানানো হয়েছে মাত্র 650টি S1 Mosh/Tribute ইলেকট্রিক বাইক উৎপাদন করবে Serial 1। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশে এই 650টি ই-বাইক বিক্রি করা হবে। চলতি বছরেই S1 Mosh/Tribute এর ডেলিভারি শুরু হবে। যদিও এই লিমিটেড এডিশন ই-বাইকের দাম সম্পর্কে এখনও কোন উচ্চবাচ্য করেনি এই মার্কিন কোম্পানি। কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন, আপাতত একটি মডেল বাজারে এলেও ভবিষ্যতে কোম্পানির আরও ই-বাইক মডেল বাজারে আসবে। Serial 1 ব্র্যান্ডের প্রথম ই-বাইকের ডিজাইন প্রায় একশো বছর আগে লঞ্চ হওয়া কোম্পানির প্রথম মোটরসাইকেলের ডিজাইন থেকে অনুপ্রাণিত। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে কোম্পানির প্রথম মোটরসাইকেলের ডিজাইন মাথায় থেকেই নতুন ই-বাইক ডিজাইন করা হয়েছে। 2020 সালে এই মোটরসাইকেলের যে প্রোটোটাইপ সামনে এসেছিল সেখানে লেদার স্যাডেল ও হ্যান্ডেলবার গ্রিপ ব্যবহার হয়েছিল। এছাড়াও দেখা গিয়েছিল সাদা টায়ার, গ্লসি পেন্ট। এছাড়াও দেখা গিয়েছিল একটি ব্রাউন ড্রাইভ বেল্ট যা এই মোটরসাইকেলের ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। প্রোটোটাইপের থেকে এই মোটরসাইকেলের প্রোডাকশন ইউনিটে খুব বেশি পরিবর্তন হয়নি। S1 Mosh/Tribute এর হাত ধরে ভিনটেজ লুক ফিরিয়ে আনছে Serial 1। তবে S1 Mosh/Tribute এর ফাইনাল ইউনিটের সঙ্গে প্রোটোটাইপের বেশ কয়েকটি পরিবর্তন রয়েছে। Mosh/Cty ই-বাইকের উপরে এই ই-বাইক ডিজাইন করা হয়েছে। থাকছে একই হাইড্রলিক ডিস্ক ব্রেক, মিড ড্রাইভ মোটর, কার্বন বেল্ট ড্রাইভ ও সিগনেচার ইন্টিগ্রেটেড লাইটিং টেকনোলজি। এছাড়াও কোম্পানির ইঞ্জিনিয়াররা একটি অতিরিক্ত হাইলাইট ব্যবহার করেছেন নয়া ডিজাইনে। Read More :
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ECgMOj
Previous article
Next article

Leave Comments
Post a Comment