সলমান খানের তোয়ালে নিলাম হল হেঁচকি তোলা দামে! https://ift.tt/3zy94Sg - MAS News bengali

সলমান খানের তোয়ালে নিলাম হল হেঁচকি তোলা দামে! https://ift.tt/3zy94Sg

Salman Khan’s Towel Auctioned: Mujhse Shaadi Karogi ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। Priyanka Chopra-Salman Khan-Akshay Kumar অভিনীত এই ছবির একাধিক গান সুপারহিট। আর Jeene Ke Hai Chaar Din গানের সঙ্গে সলমানের সেই বিখ্যাত তোয়ালে নিয়ে নাচের স্টেপ ভুলে গেছেন এমন সলমান ভক্ত বোধহয় ভূভারতে নেই। সেই সুপারহিট তোয়ালে নিলামে দেওয়া হয়েছিল জানেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। ভাইজানের ছোঁয়াধন্য তোয়ালে কেনার সুযোগ হয়েছিল তাঁর ভক্তদের। আচ্ছা একটা তোয়ালে কত টাকায় নিলাম হতে পারে বলে মনে হয়? যে তোয়ালেকে ব্লকবাস্টার হিট করে দিয়েছেন সেই তোয়ালের দাম নিলামে লাখ পেরিয়েছিল। এবার আসা যাক এগজাক্ট কত টাকায় বিক্রি হয়েছিল তোয়ালেটি। নিলামে তার দাম উঠেছিল ১ লাখ ৪২ হাজার টাকা। হ্যাঁ, ঠিকই দেখছেন এবং পড়ছেন। সলমান খানের ভক্তদের মধ্যে ভাইজানকে নিয়ে ক্রেজ এতটাই যে তাঁর ব্যবহৃত তোয়ালে সংগ্রহে রাখতে লাখ লাখ টাকার বাজি ধরতেও তাঁরা মোটেও পিছপা হন না। অন্যদিকে, Tiger 3-এর শ্যুটিং-এর জন্যে ইতোমধ্যেই রাশিয়ায় পৌঁছে গিয়েছেন , Katrina Kaif -সহ গোটা Tiger 3 টিম। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে চলছে ছবির শ্যুটিং। Salman Khan- কে দেখা গিয়েছে রাশিয়ার রাজপথে তাঁর ফ্যানেদের সঙ্গে। কখনও ছবি তুলছেন কখনও আবার সেলফিতে ধরা দিয়েছেন ভাইজান। আবার কখনও অটোগ্রাফ দিচ্ছেন ভক্তদের। এই ছবির হাত ধরে বলিউডে হাতেখড়ি হচ্ছে সলমন খানের ভাইপো নির্ভান খানকে। ২১ বছর বয়সী নির্ভান সোহেল খানের ছেলে। এই Tiger 3-তে সহকারী পরিচালকের কাজ করছেন নির্ভান খান। ২০১২ সালে মুক্তি পায় Ek Tha Tiger। সলমন খান ও ক্যাটরিনা কাইফের এই ছবি রেকর্ড সাফল্য পেয়েছিল। তারপর ২০১৭ সালে মুক্তি পায় Tiger Zinda Hai। বক্স অফিসে তুফান তোলে এই ছবিও। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার শুরু হতে চলেছে Tiger 3। প্রায় ৩০০ কোটির বাজেটে তৈরি হচ্ছে Tiger ফ্র্যাঞ্চাইজের তৃতীয় ছবি Tiger 3। শোনা গিয়েছে শুধু বিদেশই নয়, মুম্বইয়ের একাধিক জায়গায়তেও হবে Tiger 3-র শ্যুটিং। সেই সঙ্গে ছোট কয়েকটি দৃশ্যের শ্যুটিং হবে আরর আমিরশাহিতেও। আগের দুটি ছবির মতো Tiger 3-ও হবে একেবারে অ্যাকশনে ভরপুর। ছবিতে ধুঁয়াধার অ্যাকশন সিক্যুয়েন্সে দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও। যার জন্যে বিশেষ প্রস্তুতিও নিচ্ছেন ক্যাট। ফিটনেসের সঙ্গে ডায়েটের দিকেও রয়েছে নায়িকার কড়া নজর। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের একাধিক অ্যাকশন ডিরেক্টরকে নিয়োগ করা হয়েছে। ছবির পিছনে খরচে কোনও কার্পণ্য করছেন না প্রযোজক আদিত্য চোপড়া।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kDWScB
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads