আফগানিস্তানে যুদ্ধ শেষ, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক: বাইডেন https://ift.tt/3zxWP8s - MAS News bengali

আফগানিস্তানে যুদ্ধ শেষ, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক: বাইডেন https://ift.tt/3zxWP8s

এই সময় ডিজিটাল ডেস্ক: ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তান (Afghanistan) থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। গোটা বিশ্বে সমালোচিত হওয়ার পরও নিজের সিদ্ধান্তে অনড় (Joe Biden)। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সঠিক এবং সেরা সিদ্ধান্ত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে তিনি বলেন, 'আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়া সঠিক, সেরা এবং দুরদর্শী সিদ্ধান্ত। এতে আমেরিকারই ভালো হবে।' একইসঙ্গে তিনি জানান, আপাতত আফগানিস্তানে যুদ্ধ শেষ। সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কেবলমাত্র মার্কিন নাগরিকদের সুরক্ষার কথা ভেবেই নেওয়া হয়েছে বলেও জানান বাইডেন। বাইডেনের হুঁশিয়ারি যদিও জঙ্গি সংগঠন ISIS-K-কে কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন জো বাইডেন। আমেরিকা যে কোনওভাবেই সন্ত্রাসবাদকে রেয়াত করবে না, তাও নিজের বক্তব্যে স্পষ্ট করে দেন বাইডেন। সংবাদমাধ্যমের সামনে অনেক প্রতিশ্রুতি দিয়েছে তালিবান। কিন্তু, তাদের বিশ্বাস করেনা আমেরিকা। এমনটাই জানিয়েছেন জো বাইডেন। ট্রাম্পের সমালোচনা নাম না করেই ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন বর্তমান প্রেসিডেন্ট। নিজের বক্তব্যে জো বাইডেন বলেন, 'আগের সরকার কাবুল থেকে সেনা সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্তে রাজি হয়েছিল, তা বাস্তবায়িত না হওয়ায় আজ এত প্রাণ হারালেন। পূর্বতন সরকারের সময় আফগানিস্তানে আরও বেশি মাথাচাড়া দিয়েছিল তালিবান। তিনি আরও বলেন, 'তালিবানের সঙ্গে একটি চুক্তিতে প্রাক্তন প্রেসিডেন্ট গত ১ মে-এর মধ্যে কাবুল থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছিলেন। যদিও সেই চুক্তিতে আফগানিস্তানে শান্তিপূর্ণ সরকার তৈরির কোনও বিষয় ছিলই না। এই চুক্তির বদলে ৫ হাজার সন্ত্রাসবাদীকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তার মধ্যে এমন অনেক তালিবান নেতা রয়েছেন, যারা এখন আফগানিস্তানের মসনদ দখল করেছে।' তিনি আরও বলেন, '২০ বছর পর আমি দেশের আর কোনও সন্তানকে ওখানে পাঠাতে পারব না। যে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আরও একটি জেনারেশনকে এভাবে নষ্ট হতে দিতে পারি না। প্রেসিডেন্ট হওয়ার পর আমি মার্কিন নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম এই যুদ্ধ আমি শেষ করব। সেই কথা আমি রেখেছি।' আফগান সেনার ব্যর্থতা নিজের বক্তব্যে বাইডেন বলেন, 'ঠিক যে সময় বিদেশী, সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাতে নিজেদের আত্মসমর্পণ করে দিয়েছিল আফগানিস্তান, তখন লড়েছে মার্কিন সেনা। আফগানিস্তানের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কেবলমাত্র মার্কিন নাগরিকদেরই নয়, আফগানদেরও নিরাপত্তা দিয়েছে আমেরিকার সেনা। সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আফগান সেনা।'


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/38rg3AA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads