ক্রমশ বাড়ছে শহরের তাপমাত্রা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস https://ift.tt/3DxexLz - MAS News bengali

ক্রমশ বাড়ছে শহরের তাপমাত্রা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস https://ift.tt/3DxexLz

এই সময় ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার দু- এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কলকাতার তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। জানা গিয়েছে, ২ এবং ৩ সেপ্টেম্বর উষ্ণতার পারদ ছুঁতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ৪ সেপ্টেম্বর ফের সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছোঁবে। ৫ সেপ্টেম্বর আবারও এক ডিগ্রি বাড়বে উষ্ণতা। তবে ৬ এবং ৭ সেপ্টেম্বর ফের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছোঁবে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রাও ২৭-২৮ ডিগ্রির মধ্যে ঘুরপাক খাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সারা সপ্তাহই মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। এদিকে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে বলেই খবর। উত্তরবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে ওই জেলাগুলিতে। জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও একইরকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। ওইদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী পাঁচদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কোনও বড়সড় পরিবর্তন নেই বলেই খবর। আজ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাগাটিতে তাপমাত্রা থাকার কথা ৩৬ ডিগ্রির কাছাকাছি। বালুরঘাটের তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রির কাছাকাছি। বাঁকুড়ার তাপমাত্রা থাকবে ৩২.২ ডিগ্রির কাছাকাছি।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mMiFS5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads