বাংলাদেশে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত, তবে এখনই খুলছে না স্কুল https://ift.tt/3kBFzc2 - MAS News bengali

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত, তবে এখনই খুলছে না স্কুল https://ift.tt/3kBFzc2

এই সময় ডিজিটাল ডেস্ক: দেড় বছর ধরে বন্ধ আছে বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।করোনার প্রকোপ ঠেকাতে ওপার বাংলায় জারি করা হয় কঠোর লকডাউন। এখন করোনার সংক্রমণ অনেকটাই কমেছে। একইসঙ্গে চলছে টিকাকরণের কাজ। সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দেওয়া নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মীদের টিকাকরণ শেষ পর্যায়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও টিকা দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর ৮০ ভাগের বেশি শিক্ষার্থী টিকা পেয়েছে। তাই এবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে বিশ্ববিদ্যালয় খোলা হবে। পর্যায়ক্রমে কলেজ এবং স্কুল খোলা হবে বলে জানা গিয়েছে। তবে, যতদিন ওপার বাংলায় করোনার সংক্রমণ ৫%-এর নিচে না নামছে, ততদিন স্কুল খোলা হবে না বলেই ঠিক হয়েছে। সংক্রমণের হার ৫%-র নিচে নামার পরে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাইমারি স্কুল না খুললেও, মঙ্গলবার থেকেই প্রাইমারি স্কুলের সব শিক্ষককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফর (মাউশি)। স্কুলগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গি প্রতিরোধের জন্য যাবতীয় নির্দেশ পালন করতে বলা হয়েছে। মাউশির পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং স্কুল খোলার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খোলা হবে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলাই রয়েছে। নিয়মিত অ্যাসাইনমেন্ট দেওয়া-নেওয়ার কাজ করছেন শিক্ষকরা।' এদিকে., প্রাথমিক শিক্ষা দফতরে মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, 'সহকারী উপজেলা এবং থানা এলাকার শিক্ষা আধিকারিকদের এক সপ্তাহের মধ্যে সব স্কুল পরিদর্শন করতে হবে বলে জানানো হয়েছে। স্কুলগুলি যাতে পরিষ্কার থাকে সেটা নিশ্চিত করতে হবে। এই সঙ্গেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার যে প্রস্তুতি শুরু হয়েছে, তার অংশ হিসেবে প্রাইমারি স্কুলগুলির ''ওয়াশ ব্লক'' ঠিক করতে হবে।' মোটের উপর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকমাসের মধ্যেই স্কুলগুলিও খুলে দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kXUOfN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads