Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mOmTZb
সমপ্রেমী পুরুষকে ধর্ষণের পর অকথ্য অত্যাচার তালিবানের https://ift.tt/3t3OcjB

এই সময় ডিজিটাল ডেস্ক: কাবুল দখলের পর বারবার 'উদার’ হওয়ার বার্তা দিয়েছে তালিবান। ২০ বছর আগের শাসনের সঙ্গে আজকের কোনও মিল নেই, বারবার এই বার্তাই দিতে চেয়েছে কট্টরপন্থী এই সংগঠনটি। কিন্তু দিন দিন যেন উপরের খোলস খসে পড়ছে। সম্প্রতি একটি ঘটনা কেঁপে উঠেছে গোটা বিশ্ব। সূত্রের খবর, এক সমপ্রেমী পুরুষকে ধর্ষণের পর তাঁর উপর অকথ্য অত্যাচার চালিয়েছে দুই তালিব। ইতিমধ্যেই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি ঠিক কী? জানা গিয়েছে, কাবুলে সমপ্রেমী ওই ব্যক্তির উপর অকথ্য অত্যাচার চালানো হয়। তাঁর উপর শারীরিক নিগ্রহেরও অভিযোগ উঠেছে। সুরক্ষার স্বার্থে ওই ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে। জানা গিয়েছে, এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁকে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এরপর তিন সপ্তাহ ধরে তাঁর সঙ্গে কথাবার্তাও বলেন এবং দেখা করতে চান। কিন্তু দেখা করতে গিয়ে ওই সমপ্রেমী ব্যক্তি দেখেন যাঁর সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় কথা বলেছিলেন তিনি নয়, পরিবর্তে দুজন তালিবান সংশ্লিষ্ট জায়গায় হাজির। এরপর তাঁর উপর হামলা চালায় তালিবরা। এমনকী, তাঁর বাড়ি এবং পরিবারের সদস্যের খোঁজ লাগানোর চেষ্টাও করা হয়। পরিবারের লোকজনদের খোঁজ চালিয়ে তাঁদের উপরেও হামলা করা হত বলে অভিযোগ। এই ঘটনাটি সামনে এনেছেন সমপ্রেমীদের অধিকারের জন্য লড়াই করা তুরস্কের এক ব্যক্তি। তাঁর নাম আর্টিমিস আকবেরি। তিনি জানান, তালিব শাসনে সমপ্রেমীদের জীবন কী হতে চলেছে এটা তার একটি উদাহরণ মাত্র। মার্কিন সেনা চলে যাওয়ার পর থেকেই তালিবরা অত্যাচার শুরু করেছে সমপ্রেমীদের উপর। তালিবান বিশ্বকে দেখানোর চেষ্টা করছে তারা বদলে গিয়েছে। মানবতা এবং মহিলাদের সুরক্ষার জন্য তারা পদক্ষেপ নেবে। কিন্তু বাস্তবটা একেবারে আলাদা। তারা একটুও বদলায়নি। আমার আফগান সমপ্রেমী বন্ধুরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। উল্লেখ্য, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়েছে আমেরিকা। এরফলে উল্লাসে ফেটে পড়ছে তালিবান। তাদের কথায়, এই দিনেই আসল স্বাধীনতা পেয়েছে আফগানিস্তান। এদিকে তালিব শাসনে আফগানিস্তানে কোনওভাবেই মহিলাদের উপর অত্যাচার হবে না, এমনটাই দাবি করেছিলেন তালিবানের মুখপাত্র। এমনকী, মহিলাদের কাজ করার অধিকারও কেড়ে নেওয়া হবে না বলে জানিয়েছিলেন তিনি। যদিও দিন দিন এই দাবি শুধুমাত্র ‘মুখোশ’ বলে দাবি তুলছেন অনেকেই। অন্যদিকে, নতুন করে এই ঘটনা সামনে আসার পর উঠেছে সমালোচনার ঢেউ।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mOmTZb
Previous article
Next article
Leave Comments
Post a Comment