'কোন দলে আছেন এক সপ্তাহের মধ্যে জানান', দলত্যাগীদের চিঠি শুভেন্দুর https://ift.tt/3mNpse2 - MAS News bengali

'কোন দলে আছেন এক সপ্তাহের মধ্যে জানান', দলত্যাগীদের চিঠি শুভেন্দুর https://ift.tt/3mNpse2

এই সময় ডিজিটাল ডেস্ক: একে একে তিন। দল ছেড়ে তৃণমূলের পথে একের পর এক নির্বাচিত জন প্রতিনিধি। শুরুটা হয়েছিল কৃষ্ণনগর উত্তরের BJP বিধায়ক ও সর্বভারতীয় নেতা মুকুল রায়ের দলত্যাগ দিয়ে। সেই পথেই এসে শেষ ২৪ ঘণ্টায় BJPর দুই নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূলে। বিষ্ণুপুরের বিধায়ক তৃণমূলে গিয়েছেন সোমবার। মঙ্গলবারই বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের জোড়াফুলে পুনরাভিষেক। এমন অবস্থায় প্রবল ক্ষুব্ধ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। বিধায়ক পদে ইস্তফা না দিয়ে দলত্যাগীদের অবস্থান স্পষ্ট করতে বলে গেরুয়া শিবিরের তরফে কড়া চিঠি পাঠালেন নন্দীগ্রামের BJP বিধায়ক। পরপর দুই বিধায়ক শাসক শিবিরে চলে যাওয়ায় তা দলের কাছে একটা ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার শুভেন্দুর নিজের প্যাডে লেখা ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যে জানতে হবে তাঁদের অবস্থান কী। একইসঙ্গে চিঠিতে উল্লেখ এক সপ্তাহের মধ্যে জবাব না এলে ধরে নেওয়া হবে তাঁরা তৃণমূল ত্যাগ করেছেন। একের পর এক তৃণমূল থেকে ভাঙিয়ে আনা নেতাদের BJP ত্যাগে প্রশ্ন তুলেছেন দলের নীচু তলার একনিষ্ঠ কর্মীরা। এরই মধ্যে দলীয় নেতৃত্বের অস্বস্তি আরও বাড়িয়েছে প্রবীণ নেতা তথাগত রায়ের একের পর এক বিস্ফোরক টুইট। তাতে রাজ্য BJPর শীর্ষ নেতৃত্বকে তুলোধনা করেছেন প্রবীণ BJP নেতা। মাত্র ২৪ ঘণ্টায় ব্যবধানে দুই বড় ধাক্কা BJP-র। দলের ভাঙন প্রসঙ্গে রাজ্য BJP সভাপতি বলেন, 'বিশ্বজিৎ- তন্ময় দু-তিনজন প্রথম থেকেই দলে অ্যাডজাস্ট (মিলে মিশে যাওয়া) হতে পারেননি। কারণ বিভিন্ন আছে। মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে। অনেকে ভেবেছিলেন একুশে সরকার গঠন করবে BJP। সেই রকম হয়নি। আমরা দলের তরফে সকলের সঙ্গে যোগাযোগ রাখছি। কারও যদি একেবারে অসুবিধা হয়, তাঁরা ভাববেন।' অর্থাৎ BJP-তে যোগ দিলেও এই নেতারা BJP-র সংস্কৃতি-আদব,কায়দা আপন করে নিতে পারেননি, পরোক্ষভাবে দিলীপ ঘোষের দাবি এমনটাই। মঙ্গলবার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি দলীয় পতাকা হাতে তুলে নেন বাগদার BJP বিধায়ক বিশ্বজিৎ দাস। BJP বিধায়কের সঙ্গেই যোগ দেন কাউন্সিলর মনোতোষ দাস ও কর্মাধ্যক্ষ সুব্রত পাল। ঘাসফুলের পতাকা হাতে নিয়ে বিশ্বজিৎ বলেন, 'বহিরাগতদের প্রতি মানুষ আকৃষ্ট হয় না। BJP-তে কাজ করার কোনও পরিবেশ নেই। ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে ফিরলাম।' সোমবার যোগ দিয়েছিলেন তন্ময়।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3zx9fgQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads