Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3gQHW9Y
'ওঁকে অত্যাচার করা হচ্ছে', পরকীয়া বিতর্কে মুখ খুললেন চন্দনার গাড়ি চালক https://ift.tt/3mQepRh

এই সময় ডিজিটাল ডেস্ক: 'চন্দনা-ভূতে পেয়েছে স্বামীকে। পাগলামি করছে দিনরাত।' এমনই কাতর স্বর শোনা গেল কৃষ্ণের স্ত্রীর কন্ঠে। কান্না জড়ানো গলায় রুম্পা কুণ্ডু জানাচ্ছেন, 'ওকে চন্দনা পাগল করেছে। মদের নেশা ধরিয়েছে। আমার বড় সর্বনাশ করে দিয়েছে। তিনটে জীবন নষ্ট করে দিল!' এদিকে, শালতোড়ার BJP বিধায়কের সঙ্গে পরকীয়া বিতর্কে নাম জড়ানোর পর এই প্রথম মুখ খুলেছেন চন্দনা বাউরির গাড়ি চালক কৃষ্ণও। ঠিক কী বলেছেন চন্দনার গাড়ি চালকের স্ত্রী? রুম্পা কুণ্ডুর দাবি, তাঁর স্বামী পাগল হয়ে গিয়েছে। দিন রাত 'চন্দনা-চন্দনা' করছে। পালিয়েও যাওয়ার চেষ্টাও করছে। সবকিছুর জন্য শালতোড়ার BJP বিধায়ককেই দায়ী করেছেন তিনি। রুম্পার কথায়, 'আমার স্বামীর মানসিক রোগ হয়ে গিয়েছে। চন্দনাই তাঁকে জোর করে নিয়ে গিয়েছিল। ও বলছে চন্দনাকে ছাড়া বাঁচবনি। ওকে চন্দনার ভূতে পেয়েছে। আমার স্বামীকে পাগল করেছে চন্দনা। এমনকী, ও মদের নেশা ধরেছে। তিনটে জীবন নষ্ট করে দিয়েছেন তিনি। একবারের জন্যও খোঁজও নেননি। আমরা চরম অভাবে রয়েছি। এক ছেলেকে বাপের বাড়িতে রেখে আসতে বাধ্য হয়েছি।' এখানেই শেষ নয়, সংসার চালাতে কৃষ্ণের বৃদ্ধা মাকে এখন মুড়ি ভাজতে হচ্ছে বলেও জানান তিনি। কৃষ্ণের বক্তব্য... চন্দনা বাউরির সঙ্গে পরকীয়া বিতর্কে নাম জড়ানোর পর এই প্রথম মুখ খুললেন তাঁর গাড়ি চালক কৃষ্ণ। নত মস্তকে জড়ানো গলায় তাঁর দাবি, চন্দনার স্বামী এবং শাশুড়ি তাঁর উপর অত্যাচার করত। কৃষ্ণের বক্তব্য, 'হাতের পোড়ার দাগটা তো বেশি দিন হল না! প্রমাণ রয়েছে।' চন্দনা বিতর্কে BJP-র অবস্থান... চন্দনা বাউড়ির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন বাঁকুড়া জেলার BJP-র সহ সভাপতি নীলাদ্রি শেখর দানা। তিনি বলেন, 'কৃষ্ণের স্ত্রী তো বরাবরই মুড়ি ভাজেন। কে কৃষ্ণ কুণ্ডু, কে তাঁর স্ত্রী, তা দিয়ে আমি কী করব! কোনও কাজকেই আমরা ছোট করে দেখি না। রাজ্যের মুখ্যমন্ত্রীই বলেছেন, সব কাজই করা উচিত। মুড়ি ভাজলে ওঁর প্রভূত উন্নতি হবে।' এদিকে বিষয়টি নিয়ে চন্দনা বাউরির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। প্রসঙ্গত, গাড়ি চালকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল বাঁকুড়ার শালতোড়ার BJP বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে। এমনকী, তিনি বিবাহিত চন্দনা ফের বিবাহ করেছেন গাড়ি চালককে, দাবি করেছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3gQHW9Y
Previous article
Next article
Leave Comments
Post a Comment