Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3loMzJE
পুলিশের উর্দি পরে তোলাবাজি! বরানগরে ধৃত ভুয়ো অফিসার https://ift.tt/3lqn1Mn

এই সময় ডিজিটাল ডেস্ক: পুলিশের জালে আরও এক ভুয়ো! মঙ্গলবার থেকে ওই ভুয়ো পুলিশ অফিসারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অনিরুদ্ধ দত্ত। অভিযোগ, পুলিশের বেশেই প্রতারণার কারবার চালাচ্ছিল সে। জানা গিয়েছে, নিজেকে লালবাজারের অপরাধ দমন শাখার ইন্সপেক্টর পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত সে। এদিন সাধারণের টাকা আত্মসাৎ করার অভিযোগে বরানগরের থেকে ওই ভুয়ো পুলিশ অফিসারকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। সূত্রের খবর, অনিরুদ্ধ পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়ে পায়রাডাঙ্গার বাসিন্দা রথীন মল্লিকের কাছ থেকে টাকা নিয়েছিল। পরে খোঁজ খবর নিয়ে রথীন জানতে পারেন লালবাজারের অপরাধ দমন শাখায় ওই নামের কোনও অফিসার কর্মরত নেই। এরপরেই মঙ্গলবার সকালে বরানগর থানায় অনিরুদ্ধ দত্তর নামে প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে বরানগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অনিরুদ্ধ দত্তকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে সে পুলিশের পোশাক পরে চালিয়ে যাচ্ছিল। বিশ্বাস অর্জনের জন্য নকল পরিচয়পত্রও ব্যবহার করত সে। বুধবার সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে ব্যারাকপুর আদালতে তুলবে বরানগর থানার পুলিশ।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3loMzJE
Previous article
Next article
Leave Comments
Post a Comment