Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jywjVq
Multiple Organ Failure-এর জেরে প্রয়াত বলিউডের অনুপম শ্যাম, শরীরে এই লক্ষণগুলিকে কখনই হালকাভাবে নেবেন না! https://ift.tt/2VH3G06
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা Anupam Shyam। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে, সিরিয়ালের ঠাকুর সজ্জন সিং হিসাবেই দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। রবিবার বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। চিকিৎসা ভাষায়, যখন শরীরের অঙ্গগুলি কাজ করা বন্ধ করে দেয়, তখন একে বলা হয় Multiple Organ Failure। এই প্রতিবেদনে আমরা আপনাকে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। আসুন জেনে নিই কী ভাবে শরীরের দুটি অংশ একসঙ্গে ব্যর্থ হয়। MODS হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর জীবন নষ্ট হয়ে যেতে পারে বর্তমান যুগে, একাধিক অঙ্গ ব্যর্থতা অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তরুণ বা বৃদ্ধ যে কেউ এর কবলে পড়তে পারে। বেশ কয়েকটি ক্লিনিকাল ট্রায়াল দেখিয়েছে যে MODS রোগীদের মৃত্যুর হার ৪০% থেকে ৭৫% পর্যন্ত। যদি একজন ব্যক্তির দুটি অঙ্গ একযোগে ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে যে সে তাঁর জীবনের ঝুঁকির ৫০ শতাংশেরও বেশি মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। Multiple Organ Failure সিনড্রোম কী ভাবে হয়? যখন কোনও সংক্রমণ থেকে দুই বা ততোধিক অঙ্গ অকার্যকরতার সৃষ্টি করে, তখন একে Multiple Organ Failure বলা হয়। মাল্টিপল অর্গান ফেইলিওর মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম (MODS) নামে পরিচিত। এই অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা-সহ পুরো শরীর ক্ষতিগ্রস্ত হয়। Multiple Organ Failure-এর লক্ষণ যখন একজন ব্যক্তির দুই বা ততোধিক অঙ্গ একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয়, তখন সংক্রমণ মাথা এবং ঘাড় থেকে বুকে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় রোগীকে অনেকসমস্যার সম্মুখীন হতে হয়। মাথাব্যথা কানে ব্যথা গলা ব্যথা সাইনাসের ব্যথা পালমোনারি ফাংশন বুকে ব্যথা নিঃশ্বাসের দুর্বলতা ত্বকের বিবর্ণতা Multiple Organ Failure-এর চিকিৎসা গবেষণায় দেখা গিয়েছে, দেশ ও বিশ্বে Multiple Organ Failure চিকিৎসা অনেকাংশে কার্যকর। যদি কোন ব্যক্তি সময়মতো তার লক্ষণগুলো চিনতে পারেন, তাহলে সে তাঁর পরীক্ষা করিয়ে নিতে পারে। আপনি যদি উপরে উল্লিখিত লক্ষণগুলি আপনার মধ্যে দেখা দেয়, তবে দেরি না করে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। সময়মতো চিকিৎসা করে আপনি নিজেকে সুরক্ষা করতে পারে। এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। এটি কোনোও ভাবেই কোনোও ওষধ বা চিকিৎসার বিকল্প হতে পারে না। বিস্তারিত জানার জন্য সর্বদা আপনার চিকিৎসকের যোগাযোগ করুন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jywjVq
Previous article
Next article

Leave Comments
Post a Comment