ভারত-বাংলাদেশ বিমান পরিষেবা ফের শুরু হচ্ছে https://ift.tt/2VGSeBQ - MAS News bengali

ভারত-বাংলাদেশ বিমান পরিষেবা ফের শুরু হচ্ছে https://ift.tt/2VGSeBQ

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় চার মাস বন্ধ থাকার পরে আবার শুরু হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিমান চলাচল।দুই দেশের মধ্যে ফের বিমান পরিষেবা শুরু করার জন্য ভারতের কাছে প্রস্তাব দেয় বাংলাদেশ। সেই প্রস্তাবে রাজি হয়েছে ভারত। তবে, কবে থেকে দুই দেশের মধ্যে আবার বিমান চলাচল শুরু হবে সে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছিলাম ১১ অগাস্ট থেকে ‘এয়ার বাবল সিস্টেমের’ মাধ্যমে দুই দেশের মধ্যে বিমান চলাচল আবার শুরু করার জন্য। কিন্তু, বুধবার থেকেই বিমান চালানো সম্ভব নয় বলে জানানো হয়েছে। আমরা ভারতীয় বিমান কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করছি। বিমান পরিষেবা শুরুর দিন চূড়ান্ত করা হবে। তবে, আমাদের আশা এই সপ্তাহেই বিমান চলাচল শুরু করে দেওয়া যাবে।’ বাংলাদেশের অনেকেই চিকিৎসার জন্য ভারতে, বিশেষ করে কলকাতা আসেন। বিমান চলাচল শুরু হলে তাঁরা উপকৃত হবেন।জানা গিয়েছে, ভিস্তারা, স্পাইসজেট, ইন্ডিগো , এয়ার ইন্ডিয়ার মতো যে সব বিমান সংস্থা ভারত, ঢাকা ও চট্টগ্রামের মধ্যেই নিয়মিত বিমান চালায়, তাদের কাছেও জানতে চাওয়া হয়েছে কবে থেকে তারা আবার বিমান চালানো শুরু করতে পারবে। গত বছর মার্চ মাসে করোনা শুরু হওয়ার পরেই ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। গত বছর অক্টোবর মাসে আবার, ‘এয়ার বাবল সিস্টেমে’ দু'দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়। কিন্তু এই বছর এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে আবার বন্ধ করে দেওয়া হয় এই বিমান পরিষেবা। উল্লেখ্য, এখনও বন্ধ আছে এই দুই দেশের মধ্যে স্থলবন্দরগুলি। ভারতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে স্থলবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ওপার বাংলা। ভারতে যে সব বাংলাদেশি নাগরিক আটকে আছেন তাঁদের নিজের দেশে ফিরতে দূতাবাস থেকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3iz9mCd
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads