Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/38v00S8
মঙ্গলবার পেট্রল পাম্পে ২৪ ঘণ্টার ধর্মঘট, একাধিক জায়গায় ভোগান্তির আশঙ্কা https://ift.tt/3zxIGI6

এই সময় ডিজিটাল ডেস্ক: ওয়েস্টবেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যসোসিয়েশনের ডাকে মঙ্গলবারই একদিনের পেট্রল পাম্প ধর্মঘট। মঙ্গলবার ভোর ছ'টা থেকে পরের দিন অর্থাৎ বুধবার ভোর ছ'টা পর্যন্ত বন্ধ থাকবে সংগঠনের আওতাভুক্ত রাজ্যের প্রায় আড়াই হাজার পেট্রল পাম্প। সংগঠনের সদস্যদের দাবি, পেট্রল-ডিজেলের দাম বাড়লেও মালিকদের কমিশন বৃদ্ধি করেনি কর্তৃপক্ষ। এছাড়াও পাম্প মালিকদের দাবি, তাঁদের বেশ কিছু বক্তব্য মেনে নেওয়া হয়নি। ফলে ২৪ ঘণ্টার পেট্রল পাম্প ধর্মঘটের পথে হাঁটছে তাঁরা। সবমিলিয়ে এই একদিন 'নো পারচেজ, নো সেল'এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তবে এই ২৪ ঘণ্টার পেট্রল পাম্প ধর্মঘটে বিরোধিতাও করছে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম নামে একটি সংগঠন। ফলে ওই সংগঠনের আওতায় থাকা পেট্রল পাম্পগুলি মঙ্গলবার খোলা থাকবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে, ওয়েস্টবেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা গাড়িগুলি এই ধর্মঘটের আওতায় পড়ছে না। জরুরি পরিষেবার তালিকায় থাকছে অ্যাম্বুল্যান্স, দুধ ইত্যাদির গাড়ি। ওয়েস্টবেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যসোসিয়েশনের দাবি মতো প্রায় ২৫০০ পেট্রল পাম্প বন্ধ থাকলে, সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে ভোগান্তির মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। তবে আদৌ কতটা প্রভাব পড়ে, তা অবশ্য মঙ্গলবারই জানা যাবে। অন্যদিকে, তেল বহনকারী ট্যাঙ্কারের পরিবহন খরচ বাড়ানোর দাবিতে রাজ্যজুড়ে মঙ্গলবারই ধর্মঘটে নামেছে ট্যাঙ্কার মালিক এবং বিভিন্ন ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনগুলি। এই বিষয়ে মালদা ডিপো ওয়েল ট্যাঙ্কার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তেল কোম্পানিগুলি দিনের-পর-দিন তেলের দাম বাড়িয়ে চলেছেন অথচ তেলবহনকারী ট্যাঙ্কারের পরিবহন খরচ বাড়ানো হচ্ছে না। ফলে ক্ষতির মুখে ট্যাঙ্কার মালিক এবং চালকরা। এরই প্রতিবাদে দেশজুড়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে এই করোনা পরিস্থিতি এবং আসন্ন শারদীয় উৎসব থাকার জন্য আপাতত মালদায় তারা করছেন না বলে জানানো হয়েছে। আগামীতে তেল বহনকারী ট্যাঙ্কারের খরচ না বাড়ানো হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা বলে জানান সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা। প্রসঙ্গত, চলতি মাসেই ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ওয়েলের মৌড়িগ্রাম ডিপোয় ধর্মঘট ছিল। আড়াই দিনের এই ধর্মঘটে দেখা যায়, আন্দুল রোডের ধারে সার বেঁধে দাঁড়িয়ে খালি ট্যাঙ্কার। একাধিক পেট্রল পাম্পে জ্বালানির ভাঁড়ার শেষ হয়ে তা ড্রাই হয়ে যায়। তখনও প্রবল ভোগান্তিতে পড়েছিলেন বেশ কয়েকটি জেলার মানুষ। এখন মঙ্গলবার পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উদ্বিগ্ন গাড়ি চালকেরা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/38v00S8
Previous article
Next article
Leave Comments
Post a Comment