পুলিশের ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে বিষ্ণুপুরের BJP বিধায়ককে, দাবি শুভেন্দুর https://ift.tt/3kEvhYM - MAS News bengali

পুলিশের ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে বিষ্ণুপুরের BJP বিধায়ককে, দাবি শুভেন্দুর https://ift.tt/3kEvhYM

এই সময় ডিজিটাল ডেস্ক : বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারিতে ভয় পেয়েই দল বদল করলেন তন্ময় ঘোষ। সোমবার বিকালে সাংবাদিক বৈঠক করে বিষ্ণুপুরের বিধায়কের দলবদল প্রসঙ্গে এমনই ব্যাখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি বলেন, ‘প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পিসি-ভাইপো কোম্পানি গ্রেফতার করিয়েছে। তাঁর সঙ্গেই ওই পুরসভার কাউন্সিলার ছিলেন বর্তমান বিধায়ক। পুর নির্বাচন না হওয়ায় তিনি ঠিকাদারি করতেন। তাই গ্রেফতারিতে ভয় পেয়েই তড়িঘড়ি তৃণমূলে যোগ দিলেন তন্ময় ঘোষ।’ বিষ্ণুপুরের BJP বিধায়কের দল বদলে যেমন উৎফুল্ল ঘাসফুল শিবির, তেমনই গেরুয়া শিবিরের কাছে যে একটা ধাক্কা তা বলা বাহুল্য। তন্ময় ঘোষের দলবদলের জন্যই এদিন হাওড়া, হুগলি, হলদিয়ার কর্মসূচি বাতিল করে শুভেন্দু বিষ্ণুপুরে এসেছেন বলে জানিয়েছেন। যদিও তাঁর দাবি, তন্ময় ঘোষ বিষ্ণুপুর থেকে BJP-র প্রতীকে জিতলেও গত চার মাস ধরে দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। মুকুল রায়ের দলবদলের পর থেকেই তন্ময় ঘোষ দলত্যাগের চিন্তা-ভাবনা শুরু করেছিলেন। বিরোধী দলনেতার কথায়, ‘তন্ময় ঘোষ বিধানসভার পরিষদীয় দলে কখনও ঢুকতেন আবার পালিয়ে যেতেন। গত চার মাস ধরে বিষ্ণুপুরে BJP কর্মীরা যে শাসকদলের কাছে আক্রান্ত হয়েছেন, তাঁদের কাজ-ব্যবসা কেড়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে তন্ময়ের কোনও ভূমিকা ছিল না।’ তবে বিধায়ক পদে ইস্তফা না দিয়ে দলবদল BJP মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘তাঁর মত বদলের অধিকার আছে। কিন্তু বিধায়ক পদে পদত্যাগপত্র দিয়ে করলে কিছু বলার ছিল না। আগামিকাল পরিষদীয় দলনেতা হিসাবে তন্ময় ঘোষকে চিঠি দেব তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার জন্য। মুকুল রায়ের মতো তাঁর বিরুদ্ধেও আগামী সোমবার দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ দায়ের হবে।’ তবে তৃণমূল নানা ভয় দেখিয়ে BJP বিধায়কদের দলে টানছে বলে অভিযোগ শুভেন্দুর। তৃণমূলকে ‘অনৈতিক দল’, ‘ছোট তালিবান’, ‘অগণতান্ত্রিক প্রাইভেট লিমিটেড কোম্পানি’ তকমা দিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘গত ১০ বছরে মুকুল রায়কে নিয়ে ৫০ জনের বেশি বিধায়ককে নানাভাবে দল বদল করিয়েছেন তৃণমূল সেই দলের পরিচালিত রাজ্য সরকার বিধানসভা দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উগ্র রাজনৈতিক ক্ষিধে।’ তবে তন্ময় ঘোষ দল বদল করলেও বিষ্ণুপুর BJP-র থাকবে বলে দাবি শুভেন্দুর। বিষ্ণুপুরে উপ-নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ ও কয়লা-বালি পাচারের মিথ্যা মামলা দেখিয়ে, মিথ্যা ক্ষমতার প্রলোভন দিয়েই তৃণমূল বিধায়ক কিনতে পারলেও BJP সমর্থকদের সরাতে পারবে না।’


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3DpL4mR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads