Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jqM81Q
আধার- UAN সংক্রান্ত জরুরি ঘোষণা, জেনে নিন আজই… https://ift.tt/3gMKO7x

এই সময় ডিজিটাল ডেস্ক: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ( Unique Identification Authority of India) বা UIDAI একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে শনিবার। উল্লিখিত বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে দেশে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ( Employee Provident Fund Organisation) বা EPFO-র ঘোষণা অনুযায়ী আধার-প্যান সংযোগসাধনের যে পদ্ধতি তাতে কোনওরকম অসুবিধার জায়গা এখনও অবধি তৈরি হয়নি। গোটা দেশেই কার্যত সঠিক পদ্ধতিতে চলছে। সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যেই আধার-প্যান সংযোগসাধন করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে দেশের সকলন নাগরিককে। আধার-প্যান সংযোগসাধনের শেষ তারিখ সেপ্টেম্বরের 30 হলেও, নিজের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগসাধনের সময়সীমা অবশ্য অগাস্টের 31 তারিখ। তার মধ্যে আধার সংযোগসাধন না করা গেলে সমস্যায় পড়তে পারেন নাগরিকেরা। বন্ধ হয়ে যেতে পারে পিএফ অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পদ্ধতিও। অর্থাৎ আপনার হাতে পড়ে আছে কেবলমাত্র একটি দিন। দেরি করবেন না। সত্বর নিজের আধার-UAN সংযোগসাধনের কাজটি সেরে ফেলুন। কী ভাবে নিজের আধার-UAN সংযোগসাধনের কাজটি করবেন?
- প্রথমে EPFO এর ওয়েবসাইটে যেতে হবে। লিংক https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/।
- পাসওয়ার্ড ও UAN নম্বর দিয়ে লগইন করতে হবে।
- এরপর Manage সেকশনে KYC বিকল্পের অপশনে ক্লিক করতে হবে।
- যে পেজ আপনার সামনে আসবে তা আপনাকে আপনার ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করার জন্য নির্দিষ্ট কিছু নথি চাইবে।
- সেখানে আধার কার্ড সিলেক্ট করতে হবে।
- নিজের আধার নম্বর ও আধারে লিখিত নাম জমা টাইপ করতে হবে।
- এরপর নিজের দেওয়া সমস্ত নথি সুরক্ষিত থাকবে এবং আপনার আধার UIDAI এর ডেটা দ্বারা ভেরিফাই করা হবে৷
- KYC এর সমস্ত নথিপত্র সঠিক থাকলে আপনার আধার- UAN এর সঙ্গে লিংক হয়ে যাবে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3jqM81Q
Previous article
Next article
Leave Comments
Post a Comment