পাহাড়ে চালু ‘জঙ্গল টি সাফারি’, নতুন উপহার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের https://ift.tt/3kBpenM - MAS News bengali

পাহাড়ে চালু ‘জঙ্গল টি সাফারি’, নতুন উপহার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের https://ift.tt/3kBpenM

এই সময় ডিজিটাল ডেস্ক : পর্যটকদের কথা ভেবে ফের নতুন উপহার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। অত্যাধুনিক কোচের মাধ্যমে থেকে ‘’ চালু করা হল। সোমবার শিলিগুড়ি জংশন স্টেশন থেকে এই নতুন সাফারি চালু করা হয়েছে। এখন থেকে প্রতিদিন বিকেলে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে অবধি যাবে টয় ট্রেন। পুরোনো দিনের স্টিম ইঞ্জিন দিয়ে এই ট্রেন চালানো হবে। ট্রেনে থাকছে আধুনিক মানের ডাইনিং কোচ। যেখানে বসে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। সোমবার, প্রথম দিন যাত্রী না থাকলেও শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত যান ট্যুর অপারেটররা। রেলের তরফে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ২ টা ৪৫ মিনিট নাগাদ শিলিগুড়ি জংশন থেকে টয় ট্রেনটি ছাড়বে। এরপর তা রংটং অবধি গিয়ে ফের ফিরে আসবে শিলিগুড়ি। কয়েক ঘণ্টার এই সফরে পর্যটকেরা জঙ্গলের স্বাদ উপভোগ করতে পারবেন। সুকনা স্টেশনে ঘুরে দেখতে পারবেন রেলের মিউজিয়াম। এরপর রংটং স্টেশনে টি টেস্টিং এর ব্যবস্থাও থাকছে। সেখানে পাহাড়ের বিভিন্ন স্বাদের চা থাকবে। সেগুলি স্বাদগ্রহণের সুবর্ণ সুযোগ থাকছে পর্যটকদের। এছাড়াও চাইলে সেখান থেকে চা পাতাও কিনতে পারবেন পর্যটকেরা। এই সফরের টিকিট মাথাপিছু ৯৭০ টাকা। তবে পর্যটনের মরশুমে টিকিটের দাম বাড়তে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগেও জঙ্গল সাফারি চালু হলেও পরে যাত্রী না থাকায় সেই সাফারি বন্ধ হয়ে যায়। তবে এবার স্টিম ইঞ্জিন থাকছে এই সাফারিতে। যা স্বাভাবিকভাবে সমতলে খুব কম চলে। ফলে সেই স্টিম ইঞ্জিন ও ডাইনিং কারের টানে পর্যটকেরা আসবেন বলে আশাবাদী রেল কর্তারা। স্থানীয় ট্যুর অপারেটরদের মাধ্যমেও এই সফরকে আরও পর্যটকদের কাছে পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা নিয়েছে রেল। কাটিহার ডিভিশনের ডিআরএম এস কে চৌধুরী ও অন্যান্য রেল আধিকারিকেরা জানান, আগামীতে 'জঙ্গল টি সাফারি'কে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিশেষ দিনে স্টেশনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হতে পারে। উল্লেখ্য, পর্যটকদের জন্য পুজোর মুখে পাহাড়ে বাড়ছে একের পর এক আকর্ষণ। এই ‘জঙ্গল টি সাফারি’ ছাড়াও উত্তরবঙ্গের ডুয়ার্সে চালু হয়েছে একেবারে অত্যাধুনিক ট্রেন। যার নাম ‘ভিস্তাডোম’। এই ট্রেনে বসে এনজেপি থেকে সেবক, মালবাজার, চালসা হয়ে পাহাড়ের গা ঘেঁষে ডুয়ার্সের চা বাগানের অপরূপ সৌন্দর্যেরর হাতছানি পাবেন ভ্রমণপিপাসুরা। সবমিলিয়ে, ডুয়ার্স ভ্রমণের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3gGscWX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads