Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ysrN16
ল্যাপটপ চুরির অপবাদ, অপমানে আত্মঘাতী ছাত্র https://ift.tt/3rV8JX0
এই সময় ডিজিটাল ডেস্ক : শিক্ষকের ল্যাপটপ চুরির অপবাদ দেওয়া ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা এলাকায়। অভিযোগের কাঠগড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও স্কুল শিক্ষক। তাঁরাই ওই ছাত্রকে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ। দোষীদের গ্রেফতারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম নিলয় বসু (১৭)। রায়গঞ্জ থানার ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের কসবা এলাকার বাসিন্দা নিলয়কে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকার শিক্ষক কৌশিক ঘোষ ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অলোক রায়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল থেকেইদুজনেই পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। নিলয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কসবা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অলোক রায়ের বাড়িতে কৌশিক ঘোষ নামে এক শিক্ষক ভাড়া থাকেন। সম্প্রতি ওই শিক্ষকের একটি ল্যাপটপ চুরি হয়। এলাকার ছাত্র নিলয় বসু ল্যাপটপটি চুরি করেছে বলে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন কৌশিক ঘোষ। ঘটনার তদন্তে সোমবার পুলিশ নিলয়ের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সন্দেহজনক কিছু না পাওয়ায় পুলিশ চলে যায়। এরপর সোমবার রাতে কৌশিক ঘোষ ও তাঁর বাড়িওয়ালা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অলোক রায় নিলয়ের বাড়িতে এসে ল্যাপটপ বের করার দাবি জানান। যদিও ল্যাপটপ তার কাছে নেই বলে দাবি জানায় নিলয়। এরপর তাঁরা নিলয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান বলে অভিযোগ। তারপর আর বাড়ি ফেরেনি নিলয়। মঙ্গলবার সকালে এলাকারই একটি বিলের কাছে গাছে নিলয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।নিলয়ের পরিবারের অভিযোগ, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অলোক রায় এবং শিক্ষক কৌশিক ঘোষ লোকজন দিয়ে নিলয়কে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দিয়েছেন৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন অলোক রায়ের স্ত্রী। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা বেপাত্তা। ফলে নিলয়ের মৃত্যুতে তাঁদের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে এটি খুন নাকি আত্মহত্যার ঘটনা তাও খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ysrN16
Previous article
Next article
Leave Comments
Post a Comment