কোভিড বিধি না মানলেই জনসমক্ষে অপমান! জাপান সরকারের কঠোর নিয়মে শোরগোল https://ift.tt/3lrve4s - MAS News bengali

কোভিড বিধি না মানলেই জনসমক্ষে অপমান! জাপান সরকারের কঠোর নিয়মে শোরগোল https://ift.tt/3lrve4s

এই সময় ডিজিটাল ডেস্ক: অভিনব কায়দায় কোভিড নিয়মভঙ্গকারীদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করল (Japan )। করোনা বিধি না মানলেই এবার জনসমক্ষে নাম ধরে ধরে অপমান করা হচ্ছে জাপানে। ইতিমধ্যেই তিনজন নাগরিক এইভাবে সাজা পেয়েছেন। এমনকী চাকরি ও পেশাগত ক্ষেত্রেও নাম ধরে অপমান করা হচ্ছে নিয়মভঙ্গকারীদের। বিধি ভাঙলেই জুটবে এই শাস্তি। জাপান সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফে কঠোরভাবে জানানো হয়েছে, () ভাঙলে কাউকে রেয়াত করা হবে না। বিদেশ থেকে এসে কোয়ারেন্টাইন বিধি ভাঙায় তিনজন নাগরিককে জনসমক্ষে অপমানিত হতে হয়েছে। পেশাগত ক্ষেত্রেও হেনস্থা হতে হচ্ছে তাঁদের। সরাসরি ওই তিন নাগরিকের সঙ্গে কথা বলাও বন্ধ করেছেন সহকর্মীরা। এমন অভিনব কায়দায় কোভিড বিধি জারি হওয়ায় তাজ্জব নাগরিকরা। টুইটারে ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ক্ষোভের সঞ্চার হয়েছে জাপানী নাগরিকদের মধ্যে। কর্মক্ষেত্রে কিংবা সামাজিকভাবে এভাবে অপমানিত হতে হওয়ার ভয়ে অবশ্য অনেকেই মানে মানে সরকারি নিয়ম মেনে চলছেন মুখ বুঁজে। জাপান সরকারের তরফে বিদেশ থেকে আগতদের জন্য বিশেষ নিয়ম জারি করা হয়েছে। বাইরে থেকে এলেই দু'সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে সকল নাগরিককে। শুধু তাই নয়, এই দরুণ তাঁদের ব্যবহার করতে হবে স্মার্ট ফোন। যেখানে সবসময় তাঁদের লোকেশন ট্র্যাক করা হবে। বিশেষ লোকেশন ট্র্যাকিং অ্যাপ ব্যবহারের নির্দেশিকাও জারি করেছে প্রশাসন। হেলথ রিপোর্ট নিয়েও সময়মতো সংশ্লিষ্ট অ্যাপে আপডেট দিতে হবে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2VxZWy8
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads