Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3lDpBAv
‘মুরগি এত কেন ডিম দিচ্ছে!’ চিন্তায় রাতে ঘুম উড়েছে পোলট্রি ফার্ম মালিকের https://ift.tt/3lpobcz
এই সময় ডিজিটাল ডেস্ক: 'মুরগি এত কেন ডিম দিচ্ছে! ডিমগুলি নিয়ে করব কী', এই প্রশ্নগুলি নিয়েই হতাশায় ভুগছেন বাংলাদেশের এক পোলট্রি ফার্মের মালিক। কিন্তু কেন এই উলট পুরাণ? এই মুহূর্তে বাংলাদেশে চলছে কঠোর লকডাউন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কঠোর সংশ্লিষ্ট দেশের প্রশাসন। এই পরিস্থিতিতে মুরগি ও ডিম নিয়ে চরম বিপাকে বাগেরহাটের চিতলমারী উপজেলার চরশৈলদাহ গ্রামের পোল্ট্রি ফার্মের মালিক নাজমুল হক টিপু। প্রায় ১০ বিঘা জমির উপর তাঁর ফার্মে পোলট্রি খামারের পাশাপাশি রয়েছে মাছ চাষের জন্য জলাধার। ফলের বাগান। বর্তমানে তাঁর পোলট্রিতে রয়েছে ৫ হাজার ব্রয়লার মুরগি, যারা দিনে কয়েক হাজার ডিম দেয়। এতদিন পর্যন্ত ডিমগুলি কিনে নিত স্থানীয় পাইকারি ব্যবসীরা। কিন্তু লকডাউনের জেরে ডিম কিনতে আসছে না কেউ। ফলে সঠিক দাম পাওয়া তো দূরের কথা ডিমের স্তূপে বসে নাজমুল। কী করবেন এত ডিম নিয়ে, ভাবছেন তিনি। এই ব্যবসায়ীর কথায়, 'নিজেকে আর্থিকভাবে সাবলম্বী করতে ১০ বছর আগে এই খামারটি তৈরি করেছিলাম। ধীরে ধীরে লাভের মুখ দেখছিলাম। কিন্তু লকডাউনে ব্যবসা লাটে উঠেছে। এখন হতাশায় ভুগছি।' এদিকে, এই পোলট্রি ফার্মে কর্মরত চিন্ময় জানান, এই ফার্মে ১০ থেকে ১৫ জন কর্মী রয়েছেন। কিন্তু করোনা নতুন করে আছড়ে পড়ার পর থেকেই হাতে সেভাবে কাজ নেই। ফলে আর্থিক সমস্যায় ভুগছেন তাঁরা। এভাবে লোকসান হতে থাকলে বিপাকে পড়বেন, জানালেন এই এই কর্মী। নাজমুল হক টিপু জানান, গত বছর লকডাউনে তাঁর ব্যবসার ব্যপক ক্ষতি হয়েছিল। এখন হাজার হাজার মুরগি প্রতিদিন বহু ডিম দিচ্ছে। কিন্তু বিক্রি নেই। ফলে এত ডিম নিয়ে কী করবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন তিনি। সব মিলিয়ে নাজেহাল দশা এই পোলট্রি ফার্মের মালিকের। প্রসঙ্গত, করোনার সংক্রমণ রুখতে বাংলাদেশে এখন চলছে ‘কঠোরতম’ লকডাউন। ৫ অগস্ট পর্যন্ত এই বিধিনিষেধ জারি করা হয়েছে। ২৩ জুলাই দেশে শুরু হওয়া এই লকডাউন সরকারি এবং বেসরকারি অফিস, পোশাক সহ সব ধরণের শিল্প কারখানাও বন্ধ আছে। বন্ধ রয়েছে গণপরিবহনও।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3lDpBAv
Previous article
Next article
Leave Comments
Post a Comment