সবজির দাম আরও বাড়ার আশঙ্কা, ব্যাপক সমস্যায় মধ্যবিত্ত https://ift.tt/3jEEJef - MAS News bengali

সবজির দাম আরও বাড়ার আশঙ্কা, ব্যাপক সমস্যায় মধ্যবিত্ত https://ift.tt/3jEEJef

এই সময় ডিজিটাল ডেস্ক: দাম বাড়ছে সবজির। কোনও বেড়েছে কেজি প্রতি ১০ টাকা, কোন সবজির দাম আবার এক লাফে বেড়েছে ২০ টাকা। কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ, পাশ্ববর্তী জেলারও সবজির দাম মধ্যবিত্তদের হাতে ছ্যাকা দিচ্ছে। কেন দাম বাড়ছে? ব্যবসায়ীরা বলছেন, বেশ কয়েকটি জেলায় তুমুল বৃষ্টি হয়েছে। জলের তলায় সবজির ক্ষেত। আবার তার সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধিতে পরিবহণ খরচ বেড়েছে। সাঁড়াশি আক্রমণেই দাম বেড়েছে সবজির। আবার, পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের দামের ফারাকও রয়েছে। সুযোগ বুঝে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মাঠে নেমে পড়েছেন। তবে ব্যবসায়ীরা একাংশ জোর গলায় বলছেন, দাম আরও বাড়তে পারে। এই সময় জমিতে পটল, কাঁচালঙ্কা, ভেন্ডি, বেগুনের মতো নানান সবজি রয়েছে। নদী তীরবর্তী এলাকায় সবজির চাষ হয়ে থাকে । পর পর বৃষ্টি ও জল ঢুকে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। সবজির চাহিদা থাকলেও উৎপাদন ব্য়হত হওয়ায় দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যেমন পটল কেজি প্রতি দিন কয়েক আগেও দাম ছিল ২৫ টাকা কেজি। তা এখন হয়েছে ৩০ টাকা কেজি, কুমড়ো দিন কয়েক আগেও দাম ছিল ৩০ টাকা কেজি। এখন কুমড়োর দাম হয়েছে ৪৫ টাকা কেজি। বেগুনের দাম বেড়ে হয়েছে ৫০ কোথাও ৬০ টাকা কেজি। দাম বেড়েছে পেঁয়াজ, শশা, ঝিঙে, কাঁচা লঙ্কা, লাউ, গাজর, উচ্ছে, বরবটি সহ আরও কিছু সবজির। সবজি বিক্রেতাদের মতে, যেভাবে টানা বৃষ্টি হয়েছে তাতে নষ্ট হয়েছে অনেক ফসল। জলের তলায় চলে গিয়েছে বহু চাষজমি। নষ্টের মুখে একাধিক মজুত শস্যও। আর যার জেরে কয়েকদিন পরেই সবজির দাম আরও চড়চড়িয়ে বাড়বে। বিভিন্ন জেলার একাধিক ব্লকের কৃষি আধিকারিকরা বলছেন, বৃষ্টির জলে মাঠঘাট ডুবে গিয়েছে। লতানো সবজির বাগান শেষ, পেঁপে চাষ, বেগুন চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি থেকে সবজি আসে কলকাতার বাজারে। জেলাগুলিতে সবজি চাষের ক্ষতি হওয়ায় দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে 'এই সময় ডিজিটালকে' বলেন, 'দাম আরও বাড়ার তো একটা আশঙ্কা রয়েছেই। বর্ষা সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধির জন্য সবজির দাম বাড়তে শুরু করেছে।'


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3xBQYNk
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads