Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fvgfCJ
চরম আর্থিক সংকট! ভাড়া দেওয়া হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ি https://ift.tt/3frGY34
এই সময় ডিজিটাল ডেস্ক: আর্থিক সংকট মেটাতে এবার বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। ভাড়া দেওয়া হচ্ছে খোদ প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বাড়ি। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি আবাসনে রীতিমতো বাজার দরে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত (Pakistan PM House Rent) নেওয়া হয়েছে। এর আগে অবশ্য পাকিস্তান প্রশাসন প্রধানমন্ত্রীর আবাসনটি একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রস্তাব এনেছিল। ২০১৯ সালের অগাস্ট মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরই তাঁর সরকারি বাসভবন ছেড়ে দেন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য। কিন্তু, সেই প্রস্তাব এখন অতীত। আপাতত বর্তমান আর্থিক সংকট মেটাতে সেই আবাসন ভাড়া দেওয়ার পথেই হাঁটছে প্রশাসন। পাকিস্তানের স্তানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইসলামাবাদের রেড জোনে অবস্থিত প্রধানমন্ত্রীর আবাসনটি এবার থেকে সাংস্কৃতিক, ফ্যাশন, শিক্ষা সংক্রান্ত এবং অন্য অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। পাক সংবাদমাধ্যম সামা টিভির খবর অনুযায়ী, এই বিষয়ে দু'টি কমিটি তৈরি করা হয়েছে। যারা ভাড়া সংক্রান্ত সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবে এবং নিয়মশৃঙ্খলা বজায় রাখবে। কীভাবে প্রধানমন্ত্রীর আবাসনের ভাড়া থেকে অর্থ সংগ্রহ করা সম্ভব, তা নিয়ে ক্যাবিনেট বৈঠকে আলোচনা হবে বলেও খবর। জানা গিয়েছে, আবাসনের অডিটোরিয়াম, দু'টি অতিথিশালা, বাগানের অংশটি ভাড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আন্তর্জাতিক মানের সেমিনারের জন্যও সাজানো হয়েছে আবাসন। এর আগেও একাধিকবার পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাওয়ার মতো অর্থ সরকারের নেই। সরকারি কোষাগারে অর্থাভাব মেটাতেই প্রশাসনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বহুদিন ধরেই ইমরান খান প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবহার করেন না। তিনি বানী গালা বাসভবনে থাকেন। উল্লেখ্য, ইমরান খান প্রধানমন্ত্রী পদে আসার পর থেকেই পাকিস্তানের আর্থিক অবস্থা চরমে পৌঁছেছে। গত তিন বছর ধরেই সরকারি কোষাগারে চাপ কমাতে একাধিক সিদ্ধান্ত নিতে হয়েছে পাক প্রধানমন্ত্রীকে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fvgfCJ
Previous article
Next article
Leave Comments
Post a Comment