ইন্দিরা গান্ধীর লুকে বড় চমক লারা দত্তের https://ift.tt/3rRUNNi - MAS News bengali

ইন্দিরা গান্ধীর লুকে বড় চমক লারা দত্তের https://ift.tt/3rRUNNi

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মুক্তি পেল অক্ষয় কুমারের ‘Bell Bottom’ ছবির ট্রেলার। এই ছবিতে Raw অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সত্যি ঘটনার উপর তৈরি এই ছবি একটি অ্যাকশন থ্রিলার। গতকাল ট্রেলার মুক্তি পাওয়ার পর যাঁকে দেখে চিনতেই পারেননি দর্শক, তিনি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর ভূমিকায় লারা দত্ত। পিএম গান্ধীর লুকে লারা দত্তকে চিনতেই পারেননি দর্শকরা। ট্রেলার দেখার পর থেকেই মেক আপ আর্টিস্টের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অক্ষয় কুমারের নতুন ছবি ‘Bell Bottom’ এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। সাড়ে তিন মিনিটের এই ট্রেলারে অক্ষয়কে দেখা যাচ্ছে একজন আন্ডারকভার এজেন্টের ভূমিকায়। তবে এই প্রথম নয়। এর আগেও বড় পর্দায় অক্ষয়কে undercover agent- এর চরিত্রে দেখা গিয়েছে। ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন Ranjit M tiwari। প্লেন হাইজ্যাককে কেন্দ্র করেই ছবির গল্প। ১৯৮৪ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। সেই বছর অপারেশন ব্লুস্টার হয়, হত্যা করা হয় ইন্দিরা গান্ধীকে। তবে ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকে যিনি চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি হলেন লারা। ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত। তাঁর নতুন লুক এতটাই বিশ্বাসযোগ্য যে, বোঝাই যায়নি লারা দত্তই এই চরিত্রে অভিনয় করছেন। ৪৬ বছর বয়সী অভিনেত্রী জানান, পর্দায় ইন্দিরা গান্ধীর চরিত্রকে ফুটিয়ে তোলা এটা একটা বিশাল গুরু দায়িত্ব। তাঁর বডি ল্যাঙ্গোয়েজ আয়ত্ত করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। এর আগে বিভিন্ন অভিনেত্রীকে দেখা গিয়েছে ইন্দিরা গান্ধীর চরিত্রে। তবে ট্রেলার সামনে আসার পর থেকে এতটা আলোচনা আর কোনও অভিনেত্রীকে নিয়ে হয়নি। কেউ কেউ তো বলেই বসলেন লারার মেকআপ আর্টিস্টকে জাতীয় পুরষ্কার দেওয়া হোক। কেউ কেউ আবার অভিভূত লারাকে এই লুকে দেখে। ও লারা দত্ত ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন হুমা কুরেশি,বানি কাপুর, বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি সহ অন্যরা। ২ ডি ও ৩ডি দুই ফরম্যাটেই মুক্তি পাবে এই ছবি। কোভিডের দ্বিতীয় ঢেউ পরবর্তী পরিস্থিতিতে ‘Bell Bottom’ ছবিটি সবথেকে বড় রিলিজ। তবে ছবির শ্যুটিং এখনও একটু বাকি আছে। যার জন্য খুব শীঘ্রই স্কটল্যান্ড উড়ে যাবে লারা, হুমারা। আগামী ১৯ অগাস্ট মুক্তি পাবে এই ছবি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3xmOrqp
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads