ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ অণ্ডালবাসী, বেহুঁশ করতে গিয়ে ঘটল বিপত্তি https://ift.tt/3CjGwOj - MAS News bengali

ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ অণ্ডালবাসী, বেহুঁশ করতে গিয়ে ঘটল বিপত্তি https://ift.tt/3CjGwOj

এই সময় ডিজিটাল ডেস্ক: ষাঁড়ের গুতোয় ভয়ে কাঁটা হয়েছিল এলাবাসী। তাকে শান্ত করার জন্য ঘুমের ওষুধ দিতে গিয়েই ঘটল বিপত্তি। মৃত্যু হল ষাঁড়টির। দুর্গাপুরের বাজার এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অণ্ডাল বাজার এলাকায় এক বিশাল আকৃতির কালো ষাঁড় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল। বুধবার রাতে রাজু জয়সওয়াল নামে স্থানীয় এক যুবককে গুঁতো মারে ষাঁড়টি। গুরুতর আহত হয় তিনি। বর্তমানে ওই যুবক দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই ষাঁড়টিকে বনে ছেড়ে দেওয়ার বিষয়ে প্রশাসনের কাছে অনুরোধ জানান এলাকাবাসী। তাঁদের অভিযোগ, ষাঁড়টির আক্রমণে ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন। কখন, কার উপর ষাঁড়টি হামলা চালাবে, এই ভয়ে তটস্থ হয়ে থাকতেন অণ্ডাল বাজার এলাকার বাসিন্দারা। এদিকে, বন্যপ্রাণীর ক্ষেত্রে সেটিকে এলাকা থেকে সরানোর ব্যবস্থা করে বন দফতর। কিন্তু ষাঁড়টি গবাদিপশু। তাই সেটির কোনও দায় নেবে না বন দফতর। ফলে এলাকাবাসীর অনুরোধে ষাঁড়টিকে বনে ছাড়ার জন্য আসরে নামেন অণ্ডালের BDO সুদীপ্ত বিশ্বাস। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পশু চিকিৎসক সুকান্ত রায়কে সঙ্গে নিয়ে এলাকায় যান BDO। তারপর ওই পশু চিকিত্সক ষাঁড়টিকে ঘুমপাড়ানি একটি ইঞ্জেকশন দেন। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ষাঁড়টির মৃত্যু হয়। এই প্রসঙ্গে সুদীপ্ত বিশ্বাস বলেন, 'ঘুম পাড়িয়ে ষাঁড়টিকে অন্যত্র ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এছাড়া কোনও উপায় ছিল না। কিন্তু ষাঁড়টির বয়স হয়েছিল, হয়ত সে কারণে হয়তো সহ্য করতে পারেনি।' একই বক্তব্য পশু চিকিত্সক সুকান্ত রায়ের। তিনি বলেন, 'হয়ত ষাঁড়টির অন্য কোনও অসুখ ছিল। হৃদরোগে আক্রান্ত হয়েই ষাঁড়টির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ময়নাতদন্ত হলেই প্রকৃত কারণ জানা যাবে।' তবে ঘুমপাড়ানি ওষুধের ডোজ বেশি ছিল না বলেও দাবি জানান তিনি। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Cl6IYF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads