করোনার জের, ইউনিভার্সিটি পৌঁছতে ৩ দেশ ঘুরতে হচ্ছে কলকাতার তরুণীকে https://ift.tt/3AkDBmJ - MAS News bengali

করোনার জের, ইউনিভার্সিটি পৌঁছতে ৩ দেশ ঘুরতে হচ্ছে কলকাতার তরুণীকে https://ift.tt/3AkDBmJ

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার জন্য কলকাতাতেই আটকে পড়েছিলেন হংকংয়ের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ঈশা। এদিকে শুরু হয়েগিয়েছিল তাঁর ক্লাস। অগত্যা ৩ সপ্তাহের বেশি সময় ব্যয় করে নিজের ইউনিভার্সিটিতে পৌঁছনোর উদ্যোগ নিলেন এই তরুণী। থেকে যাতায়াতের খরচ সাধারণত ৩৫ হাজার টাকার মধ্যে। কিন্তু সেই একই পথ যেতে ঈশার পকেট থেকে গিয়েছে সাড়ে তিন লাখ টাকা। করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা সামলে উঠলেও এই দেশে বন্ধ স্কুল-কলেজ। কিন্তু বহু আন্তর্জাতিক কলেজ, ইউনিভার্সিটিগুলির ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারত থেকে নিজেদের কলেজে পৌঁছনো এই ছাত্রছাত্রীদের কাছে বড় চ্যালেঞ্জ। ঈশা জানান, তাঁর ইউনিভার্সিটি খোলার খবর পেয়ে প্রথমে চিন্তায় পড়েছিলেন তিনি। কীভাবে পৌঁছবেন, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ছিলেন এই ছাত্রী। সাধারণত হংকং এবং কলকাতার দূরত্ব ২ হাজার কিলোমিটার। কিন্তু বাধ্য হয়ে ঈশা ১০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে কলেজে পৌঁছনোর সিদ্ধান্ত নেন। এই ছাত্রী জানান, মঙ্গলবার প্রথমে কলকাতা থেকে Mumbai জন্য ফ্লাইট নেন তিনি। এরপর সন্ধ্যেয় সেখান থেকে বিমানে Male এর উদ্দেশ্যে রওনা দেন। তাঁকে সঙ্গ দিয়েছিল Delhi, Mumbai এবং Bengaluru কিছু ছাত্র-ছাত্রী। Male-এ তাঁরা বিমান থেকে নামার পর সেখানে তাঁদের কোভিড বিধি মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৯ অগাস্ট সেখান থেকে তাঁরা বিমান নিয়ে ১৯ অগাস্ট দুবাইয়ের দিকে রওনা দেবেন। ২৬ অগাস্ট হংকংয়ে পৌঁছতে পারবেন কলকাতার এই ছাত্রী, মনে করা হচ্ছে এমনটাই। অর্থাৎ মাত্র সাড়ে চার ঘণ্টার রাস্তা পার করতে এই ছাত্রীর সময় লাগছে ৫২৮ ঘণ্টা। ঈশার বাবা রবি বি জানান, মার্চ মাসে যখন ভারতের তরফে সমস্ত আন্তর্জাতিক বিমান নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছিল, তখনই তাঁর মেয়ে বাড়িতে ফিরেছিল। তার পর থেকে হংকংয়ে ফেরার জন্য একাধিক চেষ্টা করলেও কোনও উপায় ছিল না। তাই এই দীর্ঘপথ অতিক্রম করে নিজের কলেজে ফেরত যাওয়া ছাড়া ঈশার কাছে কোনও উপায় ছিল না বলেও জানান তিনি।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/37lAdeT
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads