আধার কার্ডের মাধ্যমে ১ শতাংশ সুদে লোন! 'প্রধানমন্ত্রী যোজনা' কতটা সত্যি? https://ift.tt/3CeIxLH - MAS News bengali

আধার কার্ডের মাধ্যমে ১ শতাংশ সুদে লোন! 'প্রধানমন্ত্রী যোজনা' কতটা সত্যি? https://ift.tt/3CeIxLH

এই সময় সত্য-তথ্য ডেস্ক: অনেকেই জমানো কড়ি খরচ না করে নিয়ে নিজের প্রয়োজন মেটাতে পছন্দ করেন। পরে মাসে মাসে সেই লোন শোধ করে দেন। এতে সঞ্চিত অর্থের ভাঁড়ারে হাত দিতে হয় না। কিন্তু এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় লোনে সুদের হার। এই সুদ 6-10 শতাংশ বা তারও বেশি হয়। তবে যদি অনেক কম সুদে লোন পাওয়া যায় কে না নিতে চাইবে? দেশে সাধারণ মানুষের কথা ভেবে হোম লোন সবচেয়ে সস্তা রেটে পাওয়া যায়। দাবি কিন্তু সম্প্রতি দাবি উঠেছে, মাত্র 1 শতাংশ সুদে পাওয়া যাচ্ছে লোন। বেশ কয়েকজনের মোবাইলে নাকি এমন মেসেজও এসেছে। এমন 'সুখবর' মেসেজ পাওয়ার পরে অনেকেই লোন নেওয়ার প্ল্যানিং করতে বসেছেন। হোয়াটসঅ্যাপে শেয়ার করা একটি মেসেজে দাবি করা হচ্ছে, 'প্রধানমন্ত্রীর যোজনার' আওতায় আধার কার্ডের মাধ্যমে 1 শতাংশ সুদে লোন দেওয়া হচ্ছে। ভাইরাল হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা হয়েছে, 'প্রধানমন্ত্রী যোজনায় আধার কার্ডের মাধ্যমে লোনে 1 শতাংশ সুদ, 50% ছাড়।' সত্য-তথ্য সরকারি ফ্যাক্ট চেক এজেন্সি PIBFactCheck এই মেসেজটিকে গুরুত্ব সহকারে বিবেচনায় আনে। তদন্তের পরে এই সংস্থার তরফ থেকে ওই মেসেজটিকে ভুয়ো বলে জানানো হয়েছে। পিআইবি-র তরফে বলা হয়েছে, আধার কার্ড দিয়ে লোন পাওয়ার দাবি করা এই '' পুরোপুরি ভুয়ো। সরকারি তদন্ত সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজে যে দাবি করা হচ্ছে, তা পুরোপুরি ভুয়ো। 'প্রধানমন্ত্রী যোজনা' নামক কোনও স্কিমে কেন্দ্র সরকার লোন দিচ্ছে না।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2VBb2SH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads