Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WUBkQB
সোশ্যাল মিডিয়াতেই বিধায়কের বিরুদ্ধে পালটা সরব হওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার https://ift.tt/3fzyvv0
এই সময় ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই হুগলি জেলার দুই হেভিওয়েট নেতা তথা রাজ্য যুব সহ সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক অসীম মাজির বিরুদ্ধে দুর্নীতি ও BJP-র সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে সরব হয়েছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এবার পালটা সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই বিধায়কের বিরুদ্ধে সরব হবেন বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য যুব সহ সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘উনি আমার দলের বিধায়ক। এভাবে বারবার দলকে বিড়ম্বনায় ফেলে তিনি আদতে বিরোধীদের হাতে হাতিয়ার তুলে দিচ্ছেন। ওঁনার কাজের জায়গা আর আমাদের কাজের জায়গা আলাদা। গোটা বিষয়টি দলকে জানাব। তবে দল যদি কোনও ব্যবস্থা না হয়, তাহলে আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যা বলার বলব।’ শুধু সোশ্যাল মিডিয়ায় বিধায়কের বিরুদ্ধে সরব হওয়ার হুঁশিয়ারি নয়, মনোরঞ্জন ব্যাপারীর দলের প্রতি দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘উনি আদতে বিরোধী দলের হাতে শক্তি তুলে দিচ্ছেন। ওঁনার মনোভাব নিয়েও আমার প্রশ্নচিহ্ন আছে। উনি আদতে কী চাইছেন, কার হয়ে কাজ করছেন- এটাও দলের অনুসন্ধান করা উচিত।’ মনোরঞ্জন ব্যাপারী আদতে দলনেত্রীর ছবি দেখিয়েই ভোটে জিতেছেন বলেও তোপ দাগেন তৃণমূলের রাজ্য যুব সহ সভাপতি। শুধু শান্তনু বন্দ্যোপাধ্যায় নন, মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক পোস্ট নিয়ে সরব হয়েছেন প্রাক্তন বিধায়ক তথা দলের সাধারণ সম্পাদক অসীম মাজিও। তিনিও গোটা বিষয়টি রাজ্য নেতৃত্বকে বলবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, বুধবারই ফেসবুকে কাটমানি, চাল চুরি, ত্রিপল চুরি নিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অসীম মাজির বিরুদ্ধে বিষোদ্গার করেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এমনকি সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বলাগড়ের বেশ কিছু তৃণমূল নেতা তাঁকে হারানোর জন্য BJP-র হাত ধরেছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2WUBkQB
Previous article
Next article
Leave Comments
Post a Comment