Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3A2Bp2T
নার্সিং হস্টেলে ভূতের তাণ্ডব ! আতঙ্কে সবার আগে পরীক্ষা বাতিলের আর্জি পড়ুয়াদের https://ift.tt/37kSfh2
এই সময় ডিজিটাল ডেস্ক : পরীক্ষা-ভূত! এ বড় আজব ভূত! পরীক্ষা অফলাইনে হবে ঘোষণা হতেই হস্টেলে ভূত দেখতে শুরু করেছেন নার্সিং ট্রেনিং নেওয়া পড়ুয়ার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হস্টেল ছেড়ে বাড়ি ফেরার দাবি ও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলে বিক্ষোভও দেখাতে শুরু করেছেন তাঁরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের হস্টেলে। নার্সিং পড়ুয়াদের ভৌতিককাণ্ডের কথা শুনে হতবাক হস্টেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে হস্টেলে মোট ৯২ জন পড়ুয়া থাকেন। তাঁরা সকলেই দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের নার্সিং পড়ুয়া। সম্প্রতি তাঁদের অফলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আগামী ৯ জুলাই পরীক্ষার দিন ধার্য হয়েছে। পরীক্ষার দিল ঘোষিত হওয়ার পর থেকেই হস্টেলে ভূত দেখছেন ওই নার্সিং পড়ুয়ারা। অভিযোগ, প্রায় এক সপ্তাহ ধরে হস্টেলে ভূতের আনাগোনা শুরু হয়েছে। রাত বাড়তেই বাড়ছে ভূতের উৎপাত। প্রতিদিন রাতেই নানা অস্বাভাবিক ঘটনা ঘটছে। ভয়ানক শব্দ শোনা যাচ্ছে আনাচে-কানাচে। ভূতের আতঙ্কে ঘুম চলে গিয়েছে পড়ুয়াদের। হস্টেল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই তাঁরা অভিভাবকদের ফোন করে বিষয়টি জানিয়েছেন। ভূতের উৎপাতের মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলেও দাবি তুলেছেন তাঁরা। তাই অফলাইনের বদলে অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবি তুলে সোমবার হস্টেলে বিক্ষোভ দেখান ওই নার্সিং পড়ুয়ারা। এদিকে, ভূতের উৎপাতের কথা অস্বীকার করেছেন ওই হস্টেলের আধিকারিক শিউলি মুখোপাধ্যায়। ওই নার্সিং পড়ুয়ারা পরীক্ষার ভয়েই ভূত দেখছেন বলে পাল্টা অভিযোগ তাঁর। শিউলিদেবীর কথায়, 'ওই পড়ুয়ারা অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ফলে এতদিন ধরে তাঁরা পড়াশোনা করেননি। এখন অফলাইন পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত হয়েছে ও পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। তাই শুনেই ভূত দেখতে শুরু করেছেন পড়ুয়ারা।' প্রতিদিন হস্টেলে ভূতের শব্দ শোনা যাচ্ছে বলে পড়ুয়ারা যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা বলেও দাবি জানান শিউলিদেবী। তিনি বলেন, 'পড়ুয়ারা বাড়ি চলে যাবে বলে অভিভাবকদেরও ফোন করেছেন এবং পরীক্ষা পিছোতে হবে বলে দাবি করছেন।' যদিও ৯ তারিখের পরীক্ষা পিছোনোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানিয়েছেন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3A2Bp2T
Previous article
Next article
Leave Comments
Post a Comment