Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jfrcJF
স্বর্ণপদকের স্বপ্নভঙ্গ! সেমি'তে হেরে ব্রোঞ্জের জন্য লড়বে ভারতীয় হকি দল https://ift.tt/2WOtKHj
এই সময় ডিজিটাল ডেস্ক: ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লে যে কোনও দলের মনোবল ভেঙে যেতে বাধ্য। তার ওপর যদি অলিম্পিকের মতো প্রতিযোগিতার সেমিফাইনাল হয়, তাহলে তো কথাই নেই। কিন্তু এই ভারতীয় দল অন্য ধাতুতে গড়া। সেইজন্যই তো ২ মিনিটে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। রিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধের স্বপ্ন অপূর্ণই থেকে গেল। বেলজিয়ামের কাছে ৫–২ ব্যবধানে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল মনপ্রীতদের। হ্যাটট্রিক করে বেলজিয়ামের জয়ের নায়ক আলেক্সজান্ডার হেনড্রিকস। সেমিফাইনালে হারলেও পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে ভারতের। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামতে হবে। শুরু থেকেই ম্যাচ জমে উঠেছিল। প্রতিআক্রমণে উঠে এসে ২ মিনিটেই পেনাল্টি কর্ণার আদায় করে নেয় বেলজিয়াম। পেনাল্টি কর্ণার থেকে দুর্দান্ত গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন লয়িক লুপার্ট। পিছিয়ে পড়ে মনোবল হারাননি মনপ্রীতরা। দারুণভাবে খেলায় ফিরে আসে। প্রথম ৫ মিনিট বেলজিয়ামের আধিপত্য থাকলেও আস্তে আস্তে ম্যাচের রাশ নিজেদের হাত নিয়ে নেয় ভারত। সুন্দরভাবে বল রোটেট করে দারুণ গতিতে আক্রমণ তুলে নিয়ে আসছিলেন মনপ্রীতরা। ৭ মিনিটে পরপর দুটি পেনল্টি কর্ণার আদায় করে। দ্বিতীয় পেনাল্টি কর্ণার থেকে সমতা ফেরান হরমনপ্রীত সিং। প্রতিযোগিতায় এটা তাঁর পঞ্চম গোল। পরের মিনিটেই আবার গোল। ডানদিক থেকে দুর্দান্ত পাস বাড়ান অমিত রোহিদাস। সুন্দরভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে এসে ভারতকে এগিয়ে দেন মনদীপ সিং। গোটা প্রতিযোগিতায় তেমন ছন্দে ছিলেন না। সেমিফাইনালে জ্বলে উঠলেন। প্রথম কোয়ার্টারে ২–১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। পিছিয়ে পড়ে দম্ভে আঘাত লেগেছিল বেলজিয়ামের। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ১৭ মিনিটে পরপর তিনটি পেনাল্টি কর্ণার আদায় করে। কিন্তু অমিত রোহিদাস দুর্দান্তভাবে ব্লক করায় গোল পায়নি বেলজিয়াম। ২ মিনিট পরেই অবশ্য পেনাল্টি কর্ণার থেকে সমতা ফেরান আলেক্সজান্ডার হেনড্রিকস। ২৪ মিনিটে ভারতকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দিলপ্রীত সিং। ২৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকেও গোল করতে ব্যর্থ হয় ভারত। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের গতি কিছুটা কম ছিল। আসলে ভারতের তারুণ্যের সঙ্গে পাল্লা দিতে না পেরে খেলার গতি কমিয়ে দিয়েছিল রেড লায়ন্সরা। লক্ষ্য ছিল প্রতি আক্রমণে উঠে এসে গোল তুলে নেওয়া। কিন্তু ভারতীয় ডিফেন্সে রুপিন্দার, অমিতরা সে সুযোগ দেননি। ৩৯ মিনিটে পেনাল্টি কর্ণার পেয়েছিল ভারত। হরমনপ্রীতের শট আটকে দেন বেলজিয়ামের ডিফেন্ডাররা। এদিন স্কুপ বল দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করছিলেন মনপ্রীতরা। কিন্তু ডিফেন্স অনেক বেশি সংগঠিত থাকায় সুযোগ কাজে লাগাতে পারছিল না। বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে? চতুর্থ কোয়ার্টারের জ্বলে ওঠেন আলেক্সজান্ডার হেনড্রিকসরা। ৪৯ মিনিটে পরপর তিনটি পেনাল্টি কর্ণার পায় বেলজিয়াম। পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেন আলেক্সজান্ডার হেনড্রিকস। এইসময় গ্রিন কার্ড দেখে ২ মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়েছিল ভারতীয় অধিনায়ক মনপ্রীত সিংকে। ৫৩ মিনিটে পেনাল্টি পায় বেলজিয়াম। পেনাল্টি থেকে গোল করে দলের ফাইনালে ওঠা নিশ্চিত করেন হেনড্রিকস। প্রতিআক্রমণ থেকে উঠে এসে দলের হয়ে শেষ গোল করেন ডোহমেন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jfrcJF
Previous article
Next article
Leave Comments
Post a Comment