Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2V152Ta
বিরাট স্বস্তি! কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ https://ift.tt/3qK83mK
এই সময় ডিজিটাল ডেস্ক: কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। টানা ৫ দিন দৈনিক সংক্রমণ রইল ৫০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন এবং মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৬৩৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন।এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৩০২ জন এবং এখনও পর্যন্ত দেশে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ৩১২ জনের। এদিকে করোনা থেকে মুক্তির জন্য টিকাকরণে দেওয়া হচ্ছে বিশেষ জোর। এখনও পর্যন্ত দেশে করোনাটিকা পেয়েছেন ৩৪ কোটি ৭৬ লাখ ২৩২ জন।প্রসঙ্গত,করোনা থেকে মুক্তির পরেও নিস্তার নেই। কোভিডমুক্তির পরেই অস্বাভাবিকভাবে বাড়ছে , পাটনা AIIMS-এর গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি পাটনা AIIMS-এর তরফে একটি গবেষণা চালানো হয়। গবেষণার জন্য ফোনে ৩ হাজার জনের থেকে সংগ্রহ করা হয় নমুনা। করোনামুক্ত হওয়ার পর কেমন রয়েছেন তাঁরা? করা হয় এই প্রশ্ন। পোস্ট ট্রমা ডিপার্টমেন্ট এবং কমিউনিটি আউটরিচ দফতরের প্রধান ডা. অনীল কুমার জানান, দ্বিতীয় ঢেউয়ে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁদের উপর এই গবেষণা চালানো হয়। কোভিডমুক্তদের সঙ্গে কথা বলে আলাদা আলাদা ১১ ধরনের সমস্যার কথা জানা গিয়েছে। এরমধ্য ক্লান্তিভাব, খাদ্যাভাসে পরিবর্তন সহ একাধিক সমস্যা রয়েছে। গবেষণায় জানা গিয়েছে, ৩ হাজার জনের মধ্যে ৪৮০ জন অর্থাৎ ১৬ শতাংশেই রক্তে বেড়েছে শর্করার পরিমাণ(ব্লাড সুগার)। কোভিড নেগেটিভ রিপোর্ট আসার বেশ কিছুদিন পর দুর্বলতা দেখা গিয়েছিল ৮৪০ জন অর্থাৎ ২৮ শতাংশের শরীরে। এদিকে ৬৩৬ জন অর্থাৎ ২১.২ শতাংশের দেহে দেখা গিয়েছে ক্লান্তিভাবও। এছাড়াও গবেষণায় অংশে নেওয়াদের থেকে জানা গিয়েছে, কোভিড মুক্তির পরেও কফ( ৪৭৪ জন অর্থাৎ ১৫.৮ শতাংশ), শ্বাসকষ্টের সমস্যা ( ৫ শতাংশ), হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ( ৭ শতাংশ), ব্ল্যাক ফাঙ্গাস ( ০.১৬ শতাংশ) সহ একাধিক সমস্যা দেখা যাচ্ছে। করোনা থেকে সেরে ওঠার পরেও এই সমস্যাগুলি দেখা দেওয়ায় রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসক মহল। প্রত্যেককেই শরীরের উপযুক্ত যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2V152Ta
Previous article
Next article
Leave Comments
Post a Comment