জাঁকজমক নয়, জনসংযোগেই জন্মদিন পালন অখিলেশের https://ift.tt/3dyBx1j - MAS News bengali

জাঁকজমক নয়, জনসংযোগেই জন্মদিন পালন অখিলেশের https://ift.tt/3dyBx1j

এই সময় ডিজিটাল ডেস্ক: সবুজ বাঁচানোর কাজ দিয়েই শুরু হল সপা চিফ অখিলেশ যাদবের জন্মদিন উদযাপন। বুধবার রাত থেকেই হাসপাতালে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণের মাধ্যমে অখিলেশের ৪৮তম জন্মদিনের উৎসব শুরু হয়। এদিকে সমাজবাদী পার্টির কর্মী সমর্থকরা ওইদিন রাত থেকেই মন্দিরে যজ্ঞ করে সুপ্রিমোর মঙ্গলকামনা করেছেন। তবে মহামারী মাঝে জন্মদিন আড়ম্বরের সঙ্গে পালন করতে চান না অখিলেশ। বরং আর্তদের পাশে দাঁড়াতে চান তিনি। সেই কারণেই বৃহস্পতিবার উত্তরপ্রদেশের নানা প্রান্তের দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে চলেছে সমাজবাদী পার্টি। এদিন অখিলেশকে টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath-ও। উল্লেখ্য, সপার মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী এদিন লখনৌয়ের জানেশ্বর মিশ্র পার্কে একটি চারাগাছ রোপন করেন। পাশাপাশি একটি ট্রমা কেয়ার সেন্টারে বিনামূল্যে খাদ্য বিতরণ করেন তিনি। এছাড়াও পুকা পালের 'সমাজবাদী কিচেনে' গিয়েছিলেন রাজনীতিক। দিলখুশা ফুটবল গ্রাউন্ডে MLC ড. মধু গুপ্তও চারাগাছ রোপণ করেন এদিন। সিদ্ধপীঠ মা চন্দ্রিকা দেবী মন্দিরে আয়োজিত যজ্ঞেও যান তিনি। সেখানে দলীয় কর্মী সমর্থকরা কেক কেটে Yadav-র জন্মদিন উদযাপন করেন। পাশাপাশি আর্তদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। বছর গড়ালেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। দেশের মধ্যে এই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এদিকে BJP-র বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত সপা শিবিরও। পুরোদমে চলছে জনসংযোগ। নেতার জন্মদিনেও তার ব্যতিক্রম হল না। সাধারণের ঘরে পৌঁছে অখিলেশের জন্মদিন পালন চলল এদিন। প্রসঙ্গত, এবার 'খেলা হই' স্লোগানকে হাতিয়ার করেই এগোচ্ছে সপা। বাংলার বিধানসভা ভোটযুদ্ধে তৃণমূলের থিম সং 'খেলা হবে'কে ভোজপুরিতেও লঞ্চ করেছে সপা। ভোজপুরি ভাষায় গানটি লিখেছেন সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন বিধায়ক আব্দুল সামাদ আনসারি। তাঁর কথায়,'যেভাবে বাংলায় দিদি BJP-র সঙ্গে খেলেছেন, একইভাবে ভোজপুরি সোসাইটিও শাসকদলের সঙ্গে খেলবে'।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wakEjS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads