মুকুল-পুত্রের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, মুখ খুললেন দিলীপ https://ift.tt/3z0cGMY - MAS News bengali

মুকুল-পুত্রের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, মুখ খুললেন দিলীপ https://ift.tt/3z0cGMY

এই সময় ডিজিটাল ডেস্ক: ()- রায়ের () তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা নয়া মাত্রা নিল। BJP সর্বভারতীয় সহ সভাপতির অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে ছুটে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ()। আর তার ক'দিন আগেই BJP-র সমালোচনায় সরব হয়ে চর্চা বাড়ান মুকুল-পুত্র। এই ঘটনাপ্রবাহে নয়া মাত্রা যোগ করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিষেকের পরই মুকুল-পত্নীকে হাসপাতালে দেখতে যান ()। মুকুলের স্ত্রীকে দেখতে অভিষেকের হাসপাতালে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ। এই প্রসঙ্গে BJP রাজ্য সভাপতি বলেন, 'এ সময় আত্মীয়স্বজনের মনোবল বাড়ানো দরকার। পরষ্পরের পাশে থাকা, সহযোগিতা করা উচিত'। অভিষেক-শুভ্রাংশু সাক্ষাৎ প্রসঙ্গে দিলীপ এরপর বলেন, 'সংকটের সময় সব ভুলে গিয়ে একসঙ্গে আসাই ভালো। কষ্টের সময় একসঙ্গে থাকা উচিত। পূর্ব পরিচিত, দেখা করতেই পারেন'। যদিও শুভ্রাংশুর সঙ্গে দিলীপ ঘোষের দেখা হয়নি বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত ৩ সপ্তাহ ধরেই করোনায় আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী। ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। বুধবার সন্ধ্যে ৬টা ৪৫ মিনিট নাগাদ মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে চিকিৎসকদের থেকে মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজও নেন তিনি। এরপর ৭টা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যান এই তৃণমূল সাংসদ। সেই সময় হাসপাতালে ছিলেন না মুকুল রায়, জানা গিয়েছে এমনটাই। এই সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে মুকুল-পুত্র শুভ্রাংশু রায় 'এই সময় ডিজিটাল'-কে জানান, মা অত্যন্ত অসুস্থ। এই অবস্থায় তাঁকে দেখতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধরনের সৌজন্যের রাজনীতিক উদাহরণ আগে রয়েছে কিনা আমার জানা নেই এবং ভবিষ্যতেও দেখা যাবে কিনা জানি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।' ক'দিন আগে ফেসবুক পোস্টে শুভ্রাংশু রায় লেখেন, 'জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন'। উল্লেখ্য, একুশের নির্বাচনে BJP-কে রুখে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে মমতা সরকার। একুশের ফল ঘোষণার পর থেকেই নানা ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করছে BJP। এই প্রেক্ষাপটে BJP-র নাম না করে যে ইঙ্গিতে শুভ্রাংশু ফেসবুক পোস্টে বার্তা দিলেন, তা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই ফেসবুক পোস্টের পরই শুভ্রাংশুর তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ এই সময় ডিজিটালকে বলেছিলেন, 'অনেক জল্পনা চলছে। অনেকে অনেক কিছু লিখছেন। মনের দু:খের কথা লিখছেন সোশ্যাল মিডিয়ায়। যা উপলব্ধি করেছেন লিখেছেন। এর সঙ্গে রাজনীতি বা সংগঠনের কোনও সম্পর্ক নেই'।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2S4Vm92
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads