স্বস্তি! দেশে রেকর্ড হারে কমল করোনা সংক্রমণ https://ift.tt/3w8iSQh - MAS News bengali

স্বস্তি! দেশে রেকর্ড হারে কমল করোনা সংক্রমণ https://ift.tt/3w8iSQh

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার () বিরুদ্ধে লড়াইয়ে দেশে বড়সড় স্বস্তি মিলল। একদিনে দৈনিক সংক্রমণ একধাপে অনেকটা নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। সংক্রমণের পাশাপাশি দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯০৭ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ৬০১। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৬৫৯। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭। এদিকে, যত দিন গড়াচ্ছে, ততই ( ) ঘিরে উদ্বেগ বাড়ছে। কবে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ? এ নিয়ে আশঙ্কার শেষ নেই। সম্প্রতি, করোনার ডেল্টা প্লাস প্রজাতির হানায় তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ দ্বিগুণ হয়েছে। তবে, কেন্দ্রের পক্ষ থেকে জানানো হল, এখনই আছড়ে পড়বে না তৃতীয় ঢেউ। দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে এখনও ঢের দেরি। কবে আসবে তৃতীয় ঢেউ? এই প্রসঙ্গে কেন্দ্রের Covid 19 ওয়ার্কিং গ্রুপের প্রধান ডা. এন কে অরোরা জানিয়েছেন, দেশে কোভিডের তৃতীয় ঢেউ আসতে দেরি হবে। চলতি বছরের ডিসেম্বরে হয়তো আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। অন্যদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের যে ভয়াবহতা দেখেছেন দেশবাসী, তাতে তৃতীয় ঢেউয়ের প্রভাব কতটা মারাত্মক হবে, সে নিয়ে উদ্বেগে রয়েছেন সকলেই। এই আবহে অনেকটাই স্বস্তির বার্তা শোনালেন এমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া ( AIIMS Director Dr Randeep Guleria)।দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ আকার ধারণ করবে না করোনার তৃতীয় ঢেউ। এমন আশার বাণীই শুনিয়েছেন এমস প্রধান। তিনি বলেছেন, 'তৃতীয় ঢেউ আরও মারাত্মক চেহারা নেবে কিনা এ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে...আমার মনে হয়, দ্বিতীয় ঢেউয়ের মতো অতটা ভয়াবহ হবে না'।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dqFJQF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads