Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wVPmOG
ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে একমাত্র গুরপ্রীত, দাবি কাতার কোচের https://ift.tt/3vZkexS
এইসময় ডিজিটাল ডেস্ক : ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে কাতারের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ০-১ গোলে হেরেছে ১০ জনের ভারতীয় দল। দোহার জাসিং বিন হামাদ স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। ৩৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আবদেল আজিজ হাতিম। সেইসঙ্গে মূল্যবান তিনটে পয়েন্টও নিজেদের ঝুলিতে পুরে নেয়। সেইসঙ্গে তারা পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে যায়। কাতার কোচ ফেলিক্স স্যানচেজ ভারতীয় ফুটবল দলের ভূয়সী প্রশংসা করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন নীল ব্রিগেডকে হারাতে মেরুনবাহিনীর রীতিমতো কালঘাম ছুটে গেছে। কী বললেন কাতারের প্রধান কোচ? স্যানচেজ বললেন, "আমরা আশাই করেছিলাম যে ম্যাচটা কঠিন হবে। কারণ আমরা এমন একটা দলের বিরুদ্ধে খেললাম, যাদের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী। ফলে সুযোগ তৈরি করা বেশ কঠিন হয়ে পড়েছিল। তবুও আমরা বেশ কয়েকটা ভালো সুযোগ তৈরি করেছিলাম। দুরপাল্লার শট, কোনাকুনি শট, আমরা অনেক কিছুই চেষ্টা করেছি। কিন্তু তারপরেও আমরা একটাই মাত্র গোল করতে পেরেছি এবং তিন পয়েন্ট সংগ্রহ করেছি। এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। এই তিনটে পয়েন্ট অর্জন করতে পেরে আমরা যারপরনাই খুশি। তবে আমরা আরও বেশি গোল পার্থক্য আশা করেছিলাম।" ম্য়াচের ৭৩ মিনিট ১০ জন ফুটবলার নিয়ে লড়াই করে গেছে ভারত। তারপরেও কাতার একটার বেশি গোল করতে পারেনি। তিনি আরও যোগ করেন, "প্রথমার্ধে লাল কার্ডটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। তারপর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পরিকল্পনামাফিক ফুটবলই খেলব। কোনওকিছু বদলাব না। যেমনটা আশা করেছিলাম, ঠিক তেমন ফুটবলই আমরা খেলতে পেরেছি। সত্যি কথা বলতে কী, ১০ জন ফুটবলার নিয়ে কোনও দলের বিরুদ্ধে খেলা সত্যিই একটা কঠিন কাজ। তবে ওরা বড্ড বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিল। সেকারণে আমাদের গোল করাটা যথেষ্ট কঠিন হয়ে গিয়েছিল।" "দারুণ খেলেছে গুরপ্রীত" এফসি বার্সেলোনার এই প্রাক্তন যুব কোচ ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তিনি মনে করেন, একমাত্র গুরপ্রীতের কারণেই তাঁর দল এই ম্যাচে গোলপার্থক্য আর বাড়াতে পারেনি। এই স্প্যানিশ কোচ স্বীকার করলেন, "আমাদের দল সবরকম চেষ্টাই করেছিল। আমরা গোলে ২৫টা শট রাখতে পেরেছিলাম। তবে ওদের গোটা দলটাই কার্যত বক্সের মধ্যে ছিল। আজ আমাদের কাজটা যথেষ্ট কঠিন ছিল। ভারত যথেষ্ট ঐক্যবদ্ধ ফুটবল খেলেছে। বিশেষ করে ওদের গোলকিপার দারুণ পারফরম্যান্স করেছে। আমাদের আরও বেশকিছু দিক উন্নত করতে হবে। আমরা তিন পয়েন্ট পেয়েছি ঠিকই, সেটাই আমাদের আসল লক্ষ্য ছিল। কিন্তু, বিপক্ষ দলও যথেষ্ট লড়াই করেছে।" সবশেষে কাতার বস বললেন, "ভারত ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে যে ওদের হারানো কতটা কঠিন। প্রত্যেকটা ম্যাচে ওরা খুবই কম গোল হজম করে। কারণ ওরা ফুটবলটা যথেষ্ট ঐক্যবদ্ধভাবে খেলে। তবে ওদের গোলকিপার () গোটা ম্যাচের পার্থক্য গড়ে দিল। আরও একবার অসাধারণ পারফরম্যান্স করল। আমাদের বেশ কয়েকটা তৈরি করা সুযোগ ও নষ্ট করে দিয়েছে।" এরপর ভারতকে কোন কোন দলের বিরুদ্ধে খেলতে হবে? আগামী সোমবার অর্থাৎ ৭ জুন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। আর আগামী ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে এই রাউন্ডের শেষ ম্যাচ খেলতে হবে। ভারতের প্রাথমিক লক্ষ্য হবে গ্রুপ ই-তে তৃতীয় স্থানে শেষ করা। সেক্ষেত্রে তার প্লে-অফ এড়িয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে প্রবেশ করতে পারবে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wVPmOG
Previous article
Next article

Leave Comments
Post a Comment