Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ikXi83
বিদ্রোহ, ফরোয়ার্ড ব্লক কি ছেড়ে দেবে বামফ্রন্টকে? https://ift.tt/3vTIwJi
এই সময়: ছাড়ার দিকে কি এগোতে চাইছে ফরোয়ার্ড ব্লক? আলিমুদ্দিন স্ট্রিটে বৃহস্পতিবার সিপিএমের সঙ্গে ফরোয়ার্ড ব্লকের দ্বিপাক্ষিক বৈঠক থেকে উঠে এল এই প্রশ্নই। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর সিপিএম ও নেতৃত্বের মুখোমুখি বৈঠকে একাধিক ইস্যুতে দুই ফ্রন্ট শরিকের মতপার্থক্য আরও চওড়া হয়েছে। এই বৈঠকের পর ফরোয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যয় এদিনই একাধিক প্রশ্ন তুলে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে দীর্ঘ চিঠি দিয়েছেন। এই চিঠির লিখিত জবাব হেমন্ত বসু ভবনের কাছে সন্তোষজনক না-হলে আগামী দিনে বামফ্রন্টের বৈঠকে ফরোয়ার্ড ব্লক আদৌ আর যাবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোতে পারে শরিক দল। পিরজাদা আব্বাস সিদ্দিকি-র আইএসএফ-এর সঙ্গে সিপিএম জোট তৈরি করে সেই সিদ্ধান্ত বামফ্রন্টের উপরে চাপিয়ে দিয়েছে বলে এদিন বৈঠকে অভিযোগ করেছেন নরেন চট্টোপাধ্যায়। ২০১৬ সালে কংগ্রেসের সঙ্গে জোট একই ভাবে ফ্রন্টে আলোচনা না-করে সিপিএম একতরফা সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দিয়েছিল বলেও এদিন বিমান বসু ও সূর্যকান্ত মিশ্রকে অভিযোগ করেছেন এই শরিক নেতা। ফরোয়ার্ড ব্লক নেতৃত্ব মনে করেন, আইএসএফ একটি সাম্প্রদায়িক শক্তি। সেই শক্তির সঙ্গে ফ্রন্টে কোনও আলোচনা না-করেই জোট করা হয়েছে, ফ্রন্টের ঐক্য রক্ষার স্বার্থে শেষ মুহূর্তের সেই জোট মেনে নিতে হয়েছে। এই পরিস্থিতিতে ফরোয়ার্ড ব্লক এ দিন লিখিত ভাবে জানিয়েছে, এই ভাবে বামফ্রন্ট চলতে পারে না। আলিমুদ্দিন স্ট্রিটের কাছে ফরোয়ার্ড ব্লক নেতৃত্বের দাবি, আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না এমন আশ্বাস লিখিত ভাবে দিতে হবে। শরিক নেতৃত্বের এই বক্তব্য শুনে সূর্যকান্ত ও বিমান বসু লিখিত ভাবে তাঁদের বক্তব্য জানাতে বলেন। এদিন সন্ধ্যায় হেমন্ত বসু ভবন থেকে সেই বক্তব্য ই-মেল করে জানানোও হয়েছে। এর লিখিত জবাব দেবেন বিমান বসু। সেই জবাবের উপরেই নির্ভর করছে, বামফ্রন্ট আগামী দিনে অটুট থাকবে কি না। যদিও সিপিএম ও ফরোয়ার্ড ব্লক নেতৃত্ব প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। আইএসএফকে সাম্প্রদায়িক শক্তি বলে চিহ্নিত করে ভোটের আগেই সিপিএমকে চিঠি দিয়েছিল ফরোয়ার্ড ব্লক। যদিও সেই বক্তব্য আলিমুদ্দিন স্ট্রিট গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। এ দিকে সূর্যকান্ত মিশ্র সিপিএম রাজ্য কমিটির বৈঠকে স্পষ্ট জানিয়েছেন সংযুক্ত মোর্চা আলিমুদ্দিন স্ট্রিট ভাঙবে না। এই পরিস্থিতিতে সিপিএম কি ফরোয়ার্ড ব্লকের দাবি মেনে নেবে? আগামী শনিবার রাজ্য বামফ্রন্টের বৈঠক রয়েছে। ফরোয়ার্ড ব্লক ছাড়াও অন্য বাম শরিক আরএসপি-র ফ্রন্ট পরিচালনা নিয়ে অসন্তোষ রয়েছে। ফরোয়ার্ড ব্লক বেসুরো হতে শুরু করায় আরএসপি কী করে, সেটাও দেখার।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ikXi83
Previous article
Next article

Leave Comments
Post a Comment