Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3di1Dp6
গঙ্গুবাইয়ের সেটেই হীরা মান্ডির শুটিং, আলিয়ার পর সঞ্জয়ের 'রেয়ার ফাইন্ড' বলিউডের চার তাবড় নায়িকা https://ift.tt/3jkxuts
এই সময় ডিজিটাল ডেস্ক: গঙ্গুবাই কাথিয়াওয়ারির শুটিং শেষ। এবারে টার্গেট OTT। রবিবার থেকেই নাকি নিজের প্রথম ওয়েব সিরিজ হীরা মান্ডির কাজ শুরু করে দিয়েছেন সঞ্জয় লীলা বনসালি। টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, গঙ্গুবাইয়ের সেটকেই একটু অন্যভাবে সাজিয়ে হীরা মান্ডির কাজ শুরু করে দিয়েছেন পরিচালক। এমনকি কিছুদিনের মধ্যে শুটিংও শুরু হয়ে যাবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। উল্লেখ্য, এ ক্ষেত্রে কিন্তু পরিচালনার দায়িত্বে নেই সঞ্জয়। ওয়েব সিরিজটির প্রযোজক তিনি। পরিচালনার দায়িত্ব দিয়েছেন বিভু পুরিকে। এই মুহূর্তে মুম্বই ইন্ডাস্ট্রির নয়া আতঙ্ক Delta Variant Plus। করোনার দ্বিতীয় ঢেউয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা আক্রান্ত হয়েছিলেন। মহারাষ্ট্রের সংক্রমণ উর্ধ্বগামী হওয়ায় ভয়ও পাচ্ছিলেন অনেকে। এর মধ্যে গঙ্গুবাইয়ের শেষ পর্বের শুটিং করাটা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। ছবির নামভূমিকায় থাকা আলিয়া ভাটও কোভিড আক্রান্ত হন। Sanjay Leela Bhansali-ও পজিটিভ হয়েছিলেন। যার জেরে বেশ কিছুদিন থেমে গিয়েছিল শুটিং। প্রযোজনার সঙ্গে যুক্ত এক কর্মীর কথায়, 'ইউনিটের একজন Covid আক্রান্ত হলে গোটা ছবিটা বন্ধ হয়ে যায়। তাতে মারাত্মক ক্ষতি হয়। আমরা সতর্ক থেকে কাজটা ভালোভাবে শেষ করতে পেরেছি, এটাই অনেক'। শোনা যাচ্ছে, হীরা মান্ডি সিরিজে সোনাক্ষী সিনহা, নিমরত কৌর, সায়নী গুপ্ত এবং মনীষা কৈরালা অভিনয় করতে চলেছেন। তবে এখনও প্রযোজক কিংবা অভিনেত্রীরা এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। এদিকে গঙ্গুবাইয়ের শুটিং শেষ করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউডের 'গঙ্গু' আলিয়া ভাট। ইনস্টাগ্রামে লেখেন, ২০১৯ সালের ৮ ডিসেম্বর গঙ্গুবাইয়ের শুটিং শুরু করেছিলাম। দু' বছর পর ছবিটি শেষ করলাম! এই ছবিটি দু'টি লকডাউনের সম্মুখীন হয়েছে। দু'টি সাইক্লোন দেখেছে। পরিচালক এবং অভিনেতারা করোনা আক্রান্ত হয়েছেন। সমস্ত সমস্যা অতিক্রম করেছি একজোট হয়ে।' সঞ্জয় লীলা বনসালিকে 'স্যার' সম্বোধন করে Alia-র সংযোজন, 'আমার জীবনের স্বপ্ন ছিল স্যারের নির্দেশনায় কাজ করা। সত্যিই জীবন বদলে দিল এই ছবিটি। শুটিং চলাকালীন যা শিখেছি, তা সারা জীবনে শিখতে পারতাম না। দু' বছর আগে একেবারে অন্য মানুষ ছিলাম। আজ সম্পূর্ণ অন্য মানুষ। আই লাভ ইউ স্যার'!
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3di1Dp6
Previous article
Next article
Leave Comments
Post a Comment